সবে দুজনে ঠিক করেছেন বিয়ে করবেন। বিয়ের তারিখ ঠিক হতে এখনও বহু দেরি। কিন্তু তার আগেই বয়ফ্রেন্ডের প্রতি একটু বেশিই নজর দিচ্ছেন বিপাশা বসু। সম্প্রতি হরমান অভিনীত ‘ঢিঁশাক্যাও’ ছবির বিশেষ স্ক্রিনিং নিয়ে বেশ উৎসাহী ছিলেন বিপাশা।

সেই মতো ভালো করে সেজেগুজে পৌঁছে গিয়েছিলেন স্ক্রিনিংয়ে। হরমানের পাশে বসে এনজয়ও করছিলেন ছবিটি। কিন্তু হঠাৎ ছবির নায়িকা আয়েশা খান্নার সঙ্গ অন্তরঙ্গ দৃশ্য দেখে হতাশ হলেন বিপাশা। কোনো মতে নিজেকে আটকে সিনেমা শেষের পরই মুখ খুললেন তিনি।
সোজা হরমানকে জানিয়ে দিলেন সিনে পর্দায় আয়েশার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য তাঁর মোটেও ভালো লাগেনি এবং তিনি চান ছবিটি সর্বত্র মুক্তি পাওয়ার আগেই ছেঁটে ফেলা হোক সেই দৃশ্য। বিপাশা তাঁর এই অনুরোধ স্পষ্ট জানিয়েছেন প্রযোজক শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রাকে।
বিপাশা ও হরমান বাওয়েজার সর্ম্পককে সম্মান দিয়ে শিল্পা চটজলদি দৃশ্যগুলো এডিট করতে সম্মতি প্রকাশ করেছেন। বিপাশার এই ধরনের আচরণে খোশমেজাজেই আছেন হরমান বাওয়েজা। হরমানের প্রতি বিপাশার এই প্রেম দেখে আপ্লুত হরমানের বাড়ির লোকও।
একটি মন্তব্য পোস্ট করুন