GuidePedia

0
মুন্সীগঞ্জের মাওয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে শনিবার ভোরে মেছের আলী নামে এক জেলের জালে ৫৭ কেজি ওজনের বিশাল আকৃতির একটি আইড় মাছ ধরা পড়েছে। মাওয়া মৎস্য আড়তে বিরল এই মাছের পাইকারি দাম ওঠে ৫০ হাজার টাকা।

মাছটির শিকারী শ্রীনগর উপজেলার ভ্যাগ্যকুল এলাকার মেছের আলী জানান, এটি তার জীবনের স্মরনীয় ঘটনা। প্রায় দুই দশক ধরে তিনি মাছ শিকার করছেন। এত বড় মাছ আগে কখনও তার জালে ধরাতো দূরের কথা, এতবড় আইড় মাছ তিনি কখনই দেখেননি।

তিনি জানান, সকাল ৭ টার দিকে তাজা মাছটি বিক্রি করতে মাওয়া মৎস্য আড়তে হাজী মো. মজিদ শেখের গদিতে নিয়ে আসেন। এখানে মাছ দেখার জন্য ভিড় পড়ে যায়। পরে পাইকার মো. মোকলেছ, জাহাঙ্গীর, রাজিব ও খোরশেদ চারজন মিলে মাছটি কিনে বিক্রির জন্য রাজধানী ঢাকায় নিয়ে যান। তাদের আশা ঢাকায় নিয়ে এমন একটি সুস্বাধু মাছের দাম লাখ টাকায বিক্রি করতে পারবেন।

আড়তদার মজিদ শেখ বলেন, “ঐতিহ্যবাহী এ মাওয়া মৎস্য আড়তে আমি এতো বড় বাঘা আইড় আর কখনো দেখিনি।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top