চার্চ,আদালত কক্ষ ও ক্লক টাওয়ারের মতো প্রকাশ্যস্থানে যৌন সংসর্গ করাই তাদের নেশা। এজন্য তাদের গ্রেফতারও করা হয়েছে।ব্যপারটি লক্ষ্য করেন আতঙ্কিত মাবাবারা। তারা দেখেন একটি বেপরোয়া যুগল স্কুল ক্লাবের বাইরে একটি বাসস্টপে সেক্স করছেন।

মনে হয়েছে স্থান যাই হোক,কোন ব্যাপার নয়। যৌনস্পৃহা যেন আর বাধ মানছে না। জন বেয়ার্ডের নগ্ন পশ্চাদ্দেশ এবং নিচে এক নারীর পিষ্ট হওয়ার দৃশ্যওয়েস্ট লোথিয়ানের লিনলিথগোতে ভদ্রলোকজন প্রত্যক্ষ করে ক্ষুব্ধ হয়েছে।
নিউক্যাসলের সিটিওয়ালেও তারা সঙ্গমরত অবস্থায় ধরা পড়ে।সিসিটিভির ভিডিওতে এ দৃশ্য ধরা পড়ে।
কেভিন নেল(২৫) ও গার্ল ফ্রেন্ড ক্যাথরিন হিউজ(১৯)শ্রপসশায়ারের শ্রুজবেরিতেবাড়ির কয়েক মিটারে দূরেই সেক্সরত অবস্থায় ধরা পড়েন। পানশালা থেকে ফেরার পথে তারা এভাবে ধরা পড়েন ।
এদিকে ব্রাইটন বীচে প্রকাশ্যে সেক্স করার সময় হাতে নাতে ধরা পড়েন এক যুগল। দিনের বেলা মা-বাবা ও বাচ্চাদের চোখের সামনে এরা মিলিত হন।
সিমন কামিন্স ও তার পার্টনার এই বেরসিক তরুনীর শীৎকার শুনে চিহ্ণিত করেন রমণরত যুগলকে।
সিডনির১০৫ বছরের পুরনো গ্রেস ব্রাদার্স বিল্ডিংয়ের ক্লক টা্ওয়ারে সেক্স রত অবস্থায় ধরা পড়েন দুই নগ্ন যুগল।
- See more at: http://deshtimes24.com/pagedetail.php?pid=19&aid=8439#sthash.meZ3VykY.dpuf
একটি মন্তব্য পোস্ট করুন