GuidePedia

0

শারিরিক প্রতিবন্ধীদের চলাচলের জন্য অল্প খরচেই গাড়ি তৈরী করেছে ঠাকুরগাঁওয়ের কৃর্তী শিক্ষার্থী জাহাঙ্গীর আলম। তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল বিভাগের শেষ বর্ষের ছাত্র। তার বাড়ি পৌর শহরের ইসলাম নগর (খানকা শরীফ )। সম্প্রতি বুয়েটে অনুষ্ঠিত প্রজেক্ট কম্পিটিশনে অংশ নিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির পে দ্বিতীয় স্থান লাভ করেন তিনি।
তিনি জানান , গাড়ীটির বিশেষত্ব হল এটি রাস্তায় অন্যান্য যানবাহনের পাশাপাশি খুব সহজেই চালানো যায়। এতে রয়েছে ৪৮ ভোল্টের একটি রিচার্জেবল ব্যাটারী। যা একবার পুরো চার্জ করলে টানা চার ঘন্টা বা ১০০ কিঃ মিঃ পর্যন্ত চালানো যায়। নির্মাণ খরচ ও আমদানীকৃত যে কোন ইলেকট্রিক চেয়ার এর থেকে অনেক কম। বাণিজ্যিক ভাবে এটি বাজারজাত করলে এর মূল্য দাঁড়াবে ৪০-৫০ হাজার টাকা। গাড়ীটি তৈরী করতে তাকে সহযোগীতা করেছেন তার বন্ধু সারোয়ার সাহিদী।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top