GuidePedia

0

বিনোদন : বলিউডে এসময়ে সবচেয়ে আলোচিত বিষয়ে পরিণত হয়েছে একতা কাপুরের ‘রাগিনি এমএমএস টু’। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সানি লিওনের উপস্থিতি। আর তাতেই হয়েছে যত ঝামেলা। সানি লিওন অভিনীত বলিউডের হরর মুভি ‘রাগিনি এমএমএস টু’ সিনেমাটি নিষিদ্ধ করার দাবি করেছে ভারতের একটি হিন্দু ধর্মীয় সংগঠন। 


এটি নিষিদ্ধ করা না হলে তারা সিনেমা হলগুলোর সামনে আন্দোলন করবে বলেও হুমকি দিয়েছে। এ ছাড়াও তারা ভারত থেকে সানিকে বহিষ্কারের দাবি জানিয়েছে। হিন্দু জনজাগ্রতি সমিতি (এইচজেএস) সিনেমাটিকে ভারতীয় সংস্কৃতি, মর্যাদা ও হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে অবমাননাস্বরূপ হিসেবে দাবি করেছে। তারা এ বিষয়গুলো বিবেচনা করে ভারতের সেন্সর বোডের্র কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে সিনেমা হলে ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করা না হলে তারা হলগুলোর সামনে আন্দোলন শুরু করবে এবং সিনেমা হলগুলোর মালিকদের এ বিষয়ে ‘শিক্ষা’ দেবে বলে জানিয়েছে। সংস্থাটি এক বিবতিতে জানিয়েছে, কুখ্যাত পর্নোতারকা সানি লিওন সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া দেবতা শ্রি হনুমান চরিত্রের ব্যবহারেও হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। সংস্থাটির দাবি, এসব বিষয় বিবেচনা করে সিনেমাটি নিষিদ্ধ করার পাশাপাশি সানি লিওনকেও ভারত থেকে বহিষ্কার করা হোক। বিবৃতিতে প্রতিষ্ঠানটি লিখেছে, "এসব বিষয় বিবেচনা করে, এইচজেএস দাবি করছে সিনেমাটি অবিলম্বে নিষিদ্ধ করা হোক। এছাড়া পর্নোস্টার সানি লিওন, যিনি ভারতের তরুণ প্রজন্মকে ভুল পথে যেতে বাঁধ্য করছে, তাকে ভারত থেকে বহিষ্কার করা হোক। "

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top