GuidePedia

0
স্বাধীনতা দিবসে যেখানে সারাদেশ বিশ্ব রেকর্ডের হাতছানির ক্ষণে  সেখানে বগুড়ার গাবতলীর সুখানপুকুর এলাকায় দেখা গেলো ভিন্ন চিত্র। জাতীয় পতাকা উড়ানো হয়েছে ঝাড়ুর সঙ্গে বেঁধে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা ধরনের গুঞ্জন, ক্ষোভ দেখা দিয়েছে।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে জাতীয় পতাকার প্রতি এ অবমাননা বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৮টার বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সুখানপুকুর আঞ্চলিক কার্যালয়ে ঝাড়ুর সঙ্গে জাতীয় পতাকা টাঙানো হয়। লোকজন এ দৃশ্য দেখে ওই কার্যালয়ে গিয়ে প্রতিবাদ করে। এর প্রায় ঘণ্টা খানেক পর টিএমএসএস কার্যালয় থেকে পতাকা খুলে ফেলা হয়।

বিষয়টি গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা সুলতানাকে জানানো হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুর রহমান বলেন, ঝাড়ুর সঙ্গে জাতীয় পতাকা দেখে প্রতিবাদ করেছিলাম। পরে তারা জাতীয় পতাকা খুলে ফেলে।

এ ব্যাপারে টিএমএসএসের আঞ্চলিক কার্যালয়ে ম্যানেজার আব্দুল মমিন বলেন, তিনি অফিসে ছিলেন না। ঝাড়ুর সঙ্গে জাতীয় পতাকা টাঙানোর খবর পেয়ে অফিসে আসেন। হায়দার আলী নামে এক মাঠকর্মী না বুঝে কাজটি করেছে বলে জানান তিনি। 

গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ জানান, বিষয়টি শুনে তিনি ঘটনাস্থলে যান। তবে সে সময়ে এ রকম কিছু দেখেননি।

গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা সুলতানা বলেন, টিএমএসএসের অফিসারকে ডাকা হয়েছে। প্রমাণ হিসেবে ভিডিও ক্লিপ হাতে পেয়েছি। অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top