
২০১৫ সালে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের সবচেয়ে আকর্ষণীয় জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
বিয়ের পূর্বে হৃষি কাপুর তার প্রেমিকা নিতু সিংকে রোমান্টিক চিঠি পাঠাতেন। কিন্তু বলিউডের অন্যতম এ সফল জুটির ছেলে রণবীর অভিনয়ে বাবা দাদাদের যোগ্য উত্তরসুরী হলেও প্রেমের দিক থেকে সম্পূর্ণ আলাদা বৈশিষ্টের অধিকারী।
অনেকদিন ধরেই রণবীর-ক্যাটরিনা জুটি নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেললেও অবশেষে রণবীরের চাচাতো বোন কারিনা কাপুর ক্যাটরিনাকে নিজের হবুভাবি হিসেবে সম্বোধন করায় এ গুজব বাস্তবে প্রমাণিত হয়। যেখানে বিয়ের ব্যাপারে মুখে তালা দিয়ে বসে আছেন এ তারকা জুটি সেখানে সারা বলিউড শুধু রণবীর-ক্যাটরিনার বিয়ের অপেক্ষায় দিন গুনছে।
ছেলের বিয়ে নিয়ে মা নিতু সিং ইতোমধ্যে নানান জল্পনা-কল্পনা শুরু করে দিয়েছেন। যদিও রণবীরের বাবা এ বিষয়ে কি ভাবছেন তা এখনও সুনিশ্চিতভাবে জানা যায়নি।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
একটি মন্তব্য পোস্ট করুন