GuidePedia

0
মুম্বাইয়ের একটি আবাসিক এলাকায় আচমকা এক বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।গতকাল বুধবার রাতে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক সোসাইটি এলাকার একটি পুরনো দেয়াল টপকিয়ে ওই বাঘটি এলাকায় ঢুকে।

এতে সংশ্লিষ্ট এলাকায় সবার মাঝে তৎক্ষণাৎ ভীতির সঞ্চার হয়। বাঘটি প্রথমে ওই এলাকার পাশে এক পুকুরে পানি খেতে আসে এবং পরে দেওয়াল টপকে ভেতর ঢুকে পড়ে । আবাসিক এলাকার একটি কুকুর পরে বাঘটিকে ধাওয়া করে এবং এক পর্যায়ে বাঘটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top