GuidePedia

0

ফেসবুক কিংবা অনলাইনের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই প্রকৃত পরিচয় গোপন করি, কেউ কেউ বিশেষ কোন উদ্দেশ্যে প্রকৃত পরিচয় গোপন করলেও অনেকে আবার অপর পক্ষ কিংবা বন্ধু বান্ধবকেই ধোকা দিতে পরিচয় গোপন করে। তবে পরিচয় গোপনও কখনো কখনো হয়ে উঠতে পারে বুমেরাং। অন্যকে ধোকার দেবার বদলে তা ধোকা দিতে নিজেকেই। 


বর্তমান প্রজন্মে অনেকেই জীবনসঙ্গী কিংবা প্রেমিক প্রেমিকার খোঁজার চারণক্ষেত্র হিসাবে অনলাইন তথা সামাজিক যোগাযোগকে ব্যবহার করে। আর সেই ক্ষেত্রে নিজ পরিচয় গোপন করা হতে পারে আরো বেশি আত্মঘাতী।

এমনই এক ঘটনা নিয়ে আমানিত মিডিয়া ওয়ার্কসের পরিচালনায় তৈরী একটি  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আপনাকে শিক্ষা দিবে অনেক কিছুই। মুভিটিতে দেখা যায়, ভাইবোন পিতামাতাকে পড়াশুনায় দোহাই দিয়ে রাতের রাতের পর অনলাইনে সময় ব্যয় করছে। সেই সাথে আপন ভাইবোনই অনলাইনে পরিচয়ের গোপনের কারণে গড়ে তুলেছে ভার্চুয়াল প্রেম। প্রেমের এক পর্যায়ে যখন তারা সামনাসামনি দেখা করে, তখন তাদের নিজেদের মধ্যে সচেতনতা বোধ ফিরে আসে। বুঝতে পারে তাদের ভুল। সেই সাথে ছোট্ট এই মুভিটি দিয়ে সচেতন করা হয়েছে অভিভাবককে। অভিভাবককেও সচেতন থাকা উচিৎ , খেয়াল রাখা উচিৎ অনলাইনে কি করছে তাদের সন্তান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top