ভালোবাসার জগৎ আজ আপনাদের জন্য এনেছে কিছু বাংলা সেরা এসএমএস
১।
গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি
বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি
মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাই ভাসভাল?
মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবে
চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা মনের কথা
সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা
এই নাবলা কথাটি শুধু কষ্ট দিসছে আমাই
আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমাই।
২।
“নিরবে বসে ভাবছি তোমাই তুমি জান কি?
কখনো আমার নাবলা কথা বুজতে ছেয়েছ কি?
বন্ধু বলে তাক সারাক্ষণ আমার পাশে পাশে
গল্প আড্ডা কত করি ২জনে হেসে
সব কথার আড়ালে থাকে একটি কথা
তোমাই আমি ভালবাসি এই আমার নাবলা কথা”
3.
শ্রাবন্রে ওই বৃষ্টি ধারায়
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই
যদিও তুমি অনেক দুরে
তবুও রেখেছি তোমাই মন পাঁজরে
নীরবে তোমাই মিস করি সারাক্ষণ
অথচ তা তোমার কাছে আজও গোপন
৪
কথা বলা শেষে যখন রাখি বলে দাও
মন তখন কেঁদে কই,”আরএকটু কথা বললে কি নই”
হাসি মুখে েঠাঁট ব্লে ,”ঠিক আছে রাখতে”
কান তখন নীরবে বলে, “আরও কিছুক্ষণ ধরে তোমার কথা সুন্তে”
কিছুক্ষণ এসএমএস করে যখন বল গুড বাই
আঙুল তখন রেগে বলে, “কথাটি ত আমার জানা নাই”
সব শেষে তুমি যখন বিদায় দাও আমাই
মন তখন কেঁদে কই, “ভালবাশি যে শুধু তোমাই কেন তুমি বুজ্ঝনা আমাই?
৫।
দিস্নারে তুই আমাই ফাঁকি
তুই যে আমার পরান পাখি।
সুখের সাগর দিয়ে পাড়ি
জাইছনারে তুই আমাই চাড়ি
তোর জন্য বেধেছি মনে ভালবাসার ঘর
করিস নারে তুই আমাই পর
ভালবাসি বাসি যে শুধু তোরেড়ি
৬।
অভিমান মোর সইনা
শত রিং করে অ যখন তোমাই পাইনা
কষ্টের আগুনে না পুড়ে পারিনারে
যখন তুমি আমার এসএমএস এর আন্স দাওনা
নীরবে না কেঁদে পারিনা
যখন আমার না বলা কথাটি তোমাই বুঝাতে পারিনা
তুমি কি কখনো আমাই বুঝবে?
নাকি নিরবে আমাই কাঁদাই মারবে?
৭।
বন্ধু তুমি নই ত আমার
দূর আকাশের তারা,
এমনি করে পাশে থেকো
আমার জীবন সারা।
বন্ধু তুমি নইত আমার
হাতের ভাঙা ছুড়ি ,
তাইতো আমি তোমার সাথে বন্ধুত্ব গড়ি ।
বন্ধু তুমি আমার মন ভুলানো
মুখের হাশি,
তাইত বন্ধু তোমাই এত ভালবাশি।
৮।
জানি সত্যি নই কল্পনা
মিছে শুধু মনের মাঝে আঁকছি তোমার আল্পনা
ভাবনার দুয়ারে দাঁড়িয়ে থাকি
তোমার অপেক্ষাই
বল তুমি আর কত কাল রখবে আমাই অপেক্ষাই?
৯।
সারি সারি দুঃখ আমার মাপাত জাইনা,
বলতে গেলে কোন দিন ও শেষ হবেনা।
চোখের জলে একফোটা জল থাকে সারাক্ষণ
সব কষ্ট আজও আমি রেখেছি গোপন ।
১০।
গড়িয়ে কেন পড়িসরে তুই ওরে চোখের জল?
এত দুঃখ কেন তুই লুকিয়ে রাখিস বল?
যার জন্য এতো জল ফেলিস সে কি কখন ও
বুঝবে তোর নাবলা কথা যার ভালবাসা পাবার
জন্য তুই আজ ছন্ন ছাড়া।
১।
গোপনে বেসেছি ভাল প্রকাশ করিনি
বলব বলব বলেও কোন দিন বলতে পারিনি
মনে শুধু প্রশ্ন জাগে তুমি ও কি আমাই ভাসভাল?
মনে আবার ভয়ই জাগে কি জানি কি ভাবে
চেষ্টা অনেক করি তবুও বলতে পারিনা মনের কথা
সে কথাই যদি তুমি পাও একটু ব্যথা
এই নাবলা কথাটি শুধু কষ্ট দিসছে আমাই
আড়াল থেকে ভালবেসে যাচ্ছি শুধু তমাই।
২।
“নিরবে বসে ভাবছি তোমাই তুমি জান কি?
কখনো আমার নাবলা কথা বুজতে ছেয়েছ কি?
বন্ধু বলে তাক সারাক্ষণ আমার পাশে পাশে
গল্প আড্ডা কত করি ২জনে হেসে
সব কথার আড়ালে থাকে একটি কথা
তোমাই আমি ভালবাসি এই আমার নাবলা কথা”
3.
শ্রাবন্রে ওই বৃষ্টি ধারায়
আজ শুধু তোমাকে খুঁজে বেড়াই
যদিও তুমি অনেক দুরে
তবুও রেখেছি তোমাই মন পাঁজরে
নীরবে তোমাই মিস করি সারাক্ষণ
অথচ তা তোমার কাছে আজও গোপন
৪
কথা বলা শেষে যখন রাখি বলে দাও
মন তখন কেঁদে কই,”আরএকটু কথা বললে কি নই”
হাসি মুখে েঠাঁট ব্লে ,”ঠিক আছে রাখতে”
কান তখন নীরবে বলে, “আরও কিছুক্ষণ ধরে তোমার কথা সুন্তে”
কিছুক্ষণ এসএমএস করে যখন বল গুড বাই
আঙুল তখন রেগে বলে, “কথাটি ত আমার জানা নাই”
সব শেষে তুমি যখন বিদায় দাও আমাই
মন তখন কেঁদে কই, “ভালবাশি যে শুধু তোমাই কেন তুমি বুজ্ঝনা আমাই?
৫।
দিস্নারে তুই আমাই ফাঁকি
তুই যে আমার পরান পাখি।
সুখের সাগর দিয়ে পাড়ি
জাইছনারে তুই আমাই চাড়ি
তোর জন্য বেধেছি মনে ভালবাসার ঘর
করিস নারে তুই আমাই পর
ভালবাসি বাসি যে শুধু তোরেড়ি
৬।
অভিমান মোর সইনা
শত রিং করে অ যখন তোমাই পাইনা
কষ্টের আগুনে না পুড়ে পারিনারে
যখন তুমি আমার এসএমএস এর আন্স দাওনা
নীরবে না কেঁদে পারিনা
যখন আমার না বলা কথাটি তোমাই বুঝাতে পারিনা
তুমি কি কখনো আমাই বুঝবে?
নাকি নিরবে আমাই কাঁদাই মারবে?
৭।
বন্ধু তুমি নই ত আমার
দূর আকাশের তারা,
এমনি করে পাশে থেকো
আমার জীবন সারা।
বন্ধু তুমি নইত আমার
হাতের ভাঙা ছুড়ি ,
তাইতো আমি তোমার সাথে বন্ধুত্ব গড়ি ।
বন্ধু তুমি আমার মন ভুলানো
মুখের হাশি,
তাইত বন্ধু তোমাই এত ভালবাশি।
৮।
জানি সত্যি নই কল্পনা
মিছে শুধু মনের মাঝে আঁকছি তোমার আল্পনা
ভাবনার দুয়ারে দাঁড়িয়ে থাকি
তোমার অপেক্ষাই
বল তুমি আর কত কাল রখবে আমাই অপেক্ষাই?
৯।
সারি সারি দুঃখ আমার মাপাত জাইনা,
বলতে গেলে কোন দিন ও শেষ হবেনা।
চোখের জলে একফোটা জল থাকে সারাক্ষণ
সব কষ্ট আজও আমি রেখেছি গোপন ।
১০।
গড়িয়ে কেন পড়িসরে তুই ওরে চোখের জল?
এত দুঃখ কেন তুই লুকিয়ে রাখিস বল?
যার জন্য এতো জল ফেলিস সে কি কখন ও
বুঝবে তোর নাবলা কথা যার ভালবাসা পাবার
জন্য তুই আজ ছন্ন ছাড়া।
supar sms
উত্তরমুছুন