GuidePedia

0
ইতিহাসের শ্রেষ্ঠ বিজ্ঞানী খ্যাত আইনস্টাইন কেন এত প্রতিভাবান ছিলেন সেটা নিরূপণ করতে পরীক্ষা-নিরীক্ষা চলছে দীর্ঘদিন ধরে। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির নতুন এক গবেষণার ফলাফল অনুযায়ী, আইনস্টাইনের মস্তিষ্কে ডান ও বা
ম বলয়ের মধ্যে সংযোগ ছিল চমৎকার। ধারণা করা হচ্ছে এ কারণেই তিনি এতো প্রতিভাবান ছিলেন। ইউনিভার্সিটির বিবর্তন সংক্রান্ত নৃতত্ত্ববিদ ডিন ফক জানান, গবেষণায় নতুন কিছু তথ্য বেরিয়ে এসেছে যা আইনস্টাইনের প্রতিভার কার্যকারণ উপলব্ধি করতে সহায়ক। ইস্ট চাইনা নর্মাল ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং গবেষণাটির মূল রচয়িতা উইউই মেন নতুন একটি কৌশল আবিষ্কার করেছেন। এর সাহায্যে আইনস্টাইনের মস্তিষ্কের কর্পাস কলোসাম অংশটি সম্পর্কে প্রথমবারের মতো বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়েছে। কর্পাস কলোসাম হলো মস্তিষ্কের সব থেকে বড় ফাইবারের গোছা যা দুই বলয়ের মধ্যে সংযোগ স্থাপন করে এবং যোগাযোগ সম্পন্ন করতে সাহায্য করে। মেনের কৌশল অবলম্বন করে কর্পাস কলোসামের যে যে স্থানে স্নায়ু সংযোগ এক বলয় থেকে অন্য বলয় পর্যন্ত পরিব্যপ্ত সে স্থানের ঘনত্ব পরিমাপ করে সে তথ্যগুলো চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি স্থানের ঘনত্ব থেকে নির্ণয় করা যায় সেখানে কতগুলো স্নায়ু সংযোগ রয়েছে অর্থাৎ জানা সম্ভব মস্তিষ্কের দুই বলয় কতটা সংযুক্ত ছিল। আইনস্টাইনের যখন ২৬ বছর বয়স ছিল যা কিনা তার মিরাকল ইয়ার হিসেবে খ্যাত, তিনি চার প্রবন্ধ প্রকাশ করেছিলেন। বলতে গেলে ওই ৪টি প্রবন্ধ আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে দিয়ে গেছে। মহাশূন্য, সময়, ভর আর শক্তি নিয়ে বিজ্ঞানীদের ধারণা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়ে গেছেন তিনি। জার্নাল ব্রেইন ম্যাগাজিনে গবেষণাটির বিস্তারিত প্রকাশিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top