GuidePedia

0
মানুষকে চেনার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর দক্ষতা বেশী
কোন মানুষকে চেনার ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর দক্ষতা বেশী। চোখ, নাক ও মুখের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকার দক্ষতা পুরুষের তুলনায় নারীর বেশি।কানাডার গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। সাইকোলজিক্যাল সায়েন্স সাময়কিীতে প্রকাশিত প্রতিবেদনে গবেষকেরা জানান, মাত্র এক দিনের অভিজ্ঞতায় ছবিতে দেখা চেহারা ও নাম ঠিকঠাক বলে দেওয়ার ক্ষেত্রে নারীরা বেশি দক্ষতার প্রমাণ দিয়েছেন।

প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, নারীরা পলকেই অন্যের চেহারার বিস্তারিত বৈশিষ্ট্য দেখে নিতে পারেন। ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক জেনিফার হেইসজ বলেন, অন্যের চেহারা নিরীক্ষণে নারী অবচেতনে এমন কৌশল প্রয়োগ করেন, যাতে তাঁর মস্তিষ্কে ওই চেহারার ছবি দীর্ঘদিন থেকে যায়।

এ ছাড়া নারীরা নতুন মুখের প্রতি সাধারণত বেশি কৌতূহলী হন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top