GuidePedia

0
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে শুক্রবার ‘ধুম ৩’ তারকা মিস্টার পারফেকসনিস্ট আমির খান ও মুন্না ভাই খ্যাত পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাজকুমার হিরানি পরিচালিত ‘পিকে’ ছবির শ্যুটিংয়ের সময় তারা স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানেন বলে অভিযোগ করা হয়েছে।

ইতোমধ্যে ‘পিকে’ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট এক অভিনেতাকে গ্রেপ্তারও করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম জানায়নি। পুলিশ জানিয়েছে যে কোন সময় আমির খান ও ছবির পরিচালককেও গ্রেপ্তার করা হবে।

জানা যায়, গত বুধবার দিল্লীর চাদনিচক এলাকায় ‘পিকে’ ছবির শ্যুটিয়ের সময় ওই অভিনেতা হিন্দু দেবতা শিবের মতো মেকআপ নিয়ে ও পোশাক পড়ে রিকশা চালিয়েছিল। সেসময় সেই রিকশায় বসা ছিল বোরকা পড়া দুই নারী।

স্থানীয় লোকজন এই দৃশ্যে ক্ষেপে ওঠে এবং থানায় মামলা করে। এরপরেই পুলিশ ‘পিকে’ ছবির সংশিল্ট ওই অভিনেতাকে গ্রেপ্তার করে। ওই ঘটনার জেরেই শুক্রবার আমির খান ও হিরানির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, ভারতীয় পেনাল কোডের ২৯৫ এ ধারা (স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে শান্তি বিনষ্ট করা) ও ১৫৩ এ ধারা (শত্রুতাবশত কোনো ভিন্ন গ্রুপের ভূমিতে তাদের ধর্মীয়/নাগরিকত্ব বা ভাষা অনুভূতিতে আঘাত) অনুসারে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যেহেতু শ্যুটিংয়ের সময় হিরানি পরিচালক হিসেবে ছিলেন এবং আমির খান অভিনেতা হিসেবে ছিলেন তাই তোদেরকেও এই মামলায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top