
চলতি বছর বেশ কিছু ছবি সুপারহিটের কাতারে জায়গা করে নিয়েছে। এর মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘আশিকি-২’, ‘ইয়ে জাওয়ানি হে দিওয়ানি’, ‘রানঝানা’ এবং ‘গ্র্যান্ড মাস্তি (মাস্তি-২)’ উল্লেখযোগ্য। এছাড়াও গড়পরতা হিট ছবির সংখ্যাও কম নয় চলতি বছর। এদিকে বছরের বাকি আরও প্রায় আড়াই মাস। এই দুই মাসে বড় বড় তারকাদের বেশ কিছু ছবি মুক্তি পেতে যাচ্ছে। কিন্তু বছর শেষে সব ছবির ব্যবসা সফলতা ও জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাবে যশরাজ ফিল্মসের ‘ধূম-৩’ ছবিটি। নতুন রেকর্ড সৃষ্টি করবে ছবিটি। এমনই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাটরিনা কাইফ। চলতি বছরের সবচেয়ে বিগ বাজেটের ছবি এটি। ২০০ কোটি রুপির এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কাটরিনা। ছবির খলনায়ক চরিত্রে দেখা যাবে মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে। আর অভিষেক বচ্চন ও উদয় চোপড়া তো রয়েছেনই। তুমুল অ্যাকশন, অন্যরকম রোমান্স, মনমাতানো গান, চমৎকার কাহিনী ও অসাধারণ নির্মাণশৈলী- এই সবকিছুই রয়েছে ‘ধুম-৩’ ছবিতে। আর এ কারণেই ছবিটি নিয়ে দারুণ আশাবাদী কাটরিনা। এই ছবিকেই নিজের ক্যারিয়ারের একটি মাইলফলক হিসেবে মানছেন এই অভিনেত্রী। ছবিতে প্রথমবারের মতো আমির খানের বিপরীতে অভিনয় করছেন তিনি। বেশ কয়েকটি গানে তাদের ঘনিষ্ঠ হতেও দেখা যাবে। সব মিলিয়ে ছবিটি প্রসঙ্গে কাটরিনার ভাষ্য, সম্পূর্ণ পরিপূর্ণ ছবি বলতে যা বোঝায় তার সবকিছুই ‘ধূম-৩’-এ রয়েছে। আমি বিশ্বাস করি এ ছবিটি মুক্তি পেলে বছরের সেরা ছবিতে পরিণত হবে। এটা আমার চ্যালেঞ্জ। কারণ, ছবিটির মধ্যে কি কি উপকরণ রয়েছে সেটা আমি ভালভাবেই জানি। দর্শকরাও খুব কৌতূহল নিয়ে অপেক্ষা করছে ছবিটির। আমি এর আগে কোন ছবি নিয়ে এতোটা আশাবাদী হইনি। আমি খুব আত্মবিশ্বাসী ছবিটি নিয়ে। আশা করছি ছবিটি দর্শকদের সবচেয়ে বেশি আনন্দ দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন