GuidePedia

0
অনেকের অনেক স্বপ্ন থাকে। সেই স্বপ্ন বাস্তবায়নটাও কিছু্টা কঠিন হয়। কিন্তু দৃঢ়কল্প থাকলে সেটি সম্পন্ন করাও সম্ভব। আর ব্রিটেনের এক স্কুল বালক ভিন্নধর্মী এক অভিযানে নেমেছেন। বিশ্বের প্রত্যেকটি দেশে সে চিঠি লিখবে এবং নিজ হাতে লিখে!

ইতোমধ্যেই ৫ বছর বয়সী টবি লিটেল ২৭১টি চিঠি লিখেছে। উত্তর পেয়েছে ৭৭টির। এসব চিঠি ছাত্র, শিক্ষক, স্বেচ্ছাসেবীদের লেখা হয়েছে। এমনকি কিরিবাতির প্রেসিডেন্টকেও লেখা হয়েছে একটি চিঠি। ব্রিটেনের ইয়র্কশায়ারের বলেস্টারটোনের বাসিন্দা টবির মা জানান, হঠাত্ একদিন সে স্কুল থেকে একটি বই নিয়ে আসে। তাতে কিভাবে নিউজিল্যান্ড যাওয়া যায় সেই বিষয়ে লেখা ছিল। টবি জানায়, সে নিউজিল্যান্ডে একটি চিঠি পাঠাতে চায়। আমি তাকে উত্সাহ দেই। এরপর সে কয়েকজন মানুষের কাছে চিঠি পাঠাতে চায়। তাতেও আমি উত্সাহ দেই। এরপর সে সারা বিশ্বে চিঠি পাঠানোর প্রত্যয় করে। তখন আমি একটু চিন্তায় পড়ি। কিন্তু সে ঠিকই তার পরিকল্পনামাফিক এগিয়ে যাচ্ছে। সে প্রতিদিনই নিজ হাতে চিঠি লিখছে। হয়তো সে সফল হবে!

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top