
''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব, কিন্তু
তার
আগে তোমাকে একটি কাজ করতে হবে।
আমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
''কিন্তু একটা শর্ত আছে, তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ
তা আর নিতে পারবে না''ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু
করলো। সেই সারিতে একটা বড় ভুট্টাছিল
কিন্তু
সে ভাবলো. ..হয়তো সামনের সারিতে আরো বড়
কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক
অতটা বড় নয় যতটা বড়
সে আগেই খুঁজে পেয়েছিল। ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার
শেষ থাকলো না। তাই
সে খোঁজা বাদ দিয়ে খালি হাতেটিচারের
কাছে ফিরে এল। টিচার তাকে বললো,''....এটাই
ভালবাসা....তুমি
হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো, কিন্তু তবু
আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,
এমন একদিন আসবেযেদিন তুমি উপলব্ধি করবে যে, তোমার জন্য
সবচেয়ে ভাল
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।
তখন আর তাকে ফিরে পাওয়ার
কোন উপায় থাকবে না''। ♥
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.