GuidePedia
Latest News

0
সেক্স প্লেস;সীতাকুণ্ডে প্রেমের প্লেস
সীতাকুণ্ড প্রতিনিধি :: মোবাইল ফোনে প্রেম আর প্রেম করার প্লেস হিসেবে নির্ধারন করেছে সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার হাফেজিয়া খানার সামনে অবস্থিত জায়গাটিকে। সকাল ৮ থেকে রাত ১২ পর্যন্ত চলতে দেখা যায় এই প্রেমের দৃশ্য। সবার কানে মোবাইল ফোন, একজন একজনের পাশে দাড়িয়ে অথবা সামান্য কিছু দূর দাড়িয়ে পুরো বাগানটিতে এলোমেলো ভাবে ছড়িয়ে ছিড়িয়ে যার যার
মনের কথা বলে থাকে। তবে দিন যতই এগাচ্ছে, লোকের সমাগমও ততই বাড়ছে। সীতাকুণ্ড পৌর সদরে আলীয়া মাদ্রাসার হেফজ খানার সামনে এই বাগানটিকে মানুষ সহজেই প্রেমের প্লেস হিসেবে কাজে লাগাচ্ছে। সরেজমিনে গিয়ে কথা বলি ওই বাগানে কথা বলতে আসা মোঃ রিয়াদ উদ্দীন সাঈম জানান, ‘এখানে আমরা আসি মোবাইলে কথা বলার জন্য না, যদি মোবাইলে কথা বলি তাহলে বন্ধুদের সাথে কথা বলি, তাছাড়া আমরা এখানে মূলত ঘোরার জন্য আসি, কারন এখানে খোলামেলা পরিবেশ ও দারুন বাতাস এজন্য আমরা এখানে প্রত্যেকদিন কমপক্ষে একবার হলেও ঘুরতে আসি। একই সময় মোঃ হাসান কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘এখানে দাড়িয়ে দাড়িয়ে মোবাইলে কথা বলতে খুবই ভাল লাগে, কারন খোলামেলা পরিবেশ। এককথায় ভীষন ভাল লাগে। অন্যদিকে সেক্স প্লেস হিসেবে বেচে নিয়েছে সীতাকুণ্ডে অবস্থিত কিছু পার্কে। তবে পার্কগুলোকে দিনভর সেক্স প্লেস হিসেবে কাজ লাগাচ্ছে- স্কুল/কলেজ ছাত্র/ছাত্রী থেকে শুরু করে অবিবাহিত/বিবাহিতরাও। এইসব পার্কগুলো সেক্স প্লেস হিসেবে ব্যবহৃত হলেও মুখ খুলছেনা কেউ। প্রশাসনের নাকে ডগায় এসব পার্ক গুলোতে দিনভর অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ চললেও প্রশাসনিক কোন উদ্যোগ নেয়নি এখনো পর্যন্ত। অন্যদিকে লেখালেখিও করছেনা স্থানীয় দৈনিক পত্রিকার রিপোর্টররা। তবে এতে দিন দিন বেড়ে যাচ্ছে নানা অনৈতিক কর্মকান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top