GuidePedia
Latest News

0
প্রেম ভালবাসা নিয়ে গুনীজনদের বাণীঅনেক দিন ধরে অনেক খোঁজাখুঁজি করে কয়েকটি বানী সংগ্রহ করলাম। বাণীগুলো আপনাদের জানা থাকতে পারে। তারপরেও দিলাম। বানী গুলো অন্য কোন সাইট বা ব্লগে পেতে পারেন। কারন আমি তো আর গুণীজন নই যে নতুন নতুন বানী উদ্ভাবন করব আর শেয়ার করব? যাই হোক
আসল কথায় আসি।


১)বারবার একই ব্যাক্তির প্রেমে পড়া সার্থক প্রেমের নিদর্শন। (ব্রোটন)
২)প্রেম হল মানসিক ব্যাধি।(প্লুটো)
৩)প্রেম হল ধীর প্রশান্ত ও চিরন্তন। (কাজী নজরুল ইসলাম)

৪)সবকিছুর শুরু, মধ্য এবং অন্তই হচ্ছে প্রেম। (নফডেয়ার)

৫)যৌবনে যার প্রেম এলোনা তার জীবন বৃথা। (শংকর)
কইয়া যাইবেন, কার জীবন বৃথা।

৬)একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)

৭)ভালবাসার কোন অর্থ বা পরিমাণ নেই। (কাজী নজরুল ইসলাম)

৮)ভালবাসা দিয়েই কেবল ভালবাসার ঋণ পরিশোধ করা যাই। (আলেকজেন্ডার ব্রাকেন)

৯)অন্ধভাবে কাউকে ভালবাসলে তার ফল শুভ হতে পারেনা। (কারলাইন)

১০)যে ভালবাসে কিন্তু প্রকাশ করে কম সে ভালবাসার ক্ষেত্রে প্রকৃত। (জর্জ ডেবিটসন)

১১)গভীর ভালবাসার কোন ছিদ্রপথ নেই। (জর্জ হেইড)

১২)ভালবাসার নদীতে জোয়ার ভাটা আছে। (জন হে)

১৩)ভালবাসা হচ্ছে জীবনের বন্ধু। (জেমস হাওয়েল)

১৪)ভালবাসা হৃদয়ের দরজা মুহুর্তেই খুলে দেয়। (টমাস মিল্টন)

১৫)ভালবাসা দিয়ে মরুভুমিতে ফুল ফোটানো যায়। (ডেভিসবস)

১৬)ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। (টমাস মিল্টন)

১৭)মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালবাস হলো মধুস্বরুপ।(ভিক্টর হোগো)

১৮)পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে। (মুঃ ইসহাক কোরেশী)

১৯)একমাত্র ভালবাসা সারাতে পারে সব রোগ। (গতিয়ে)

২০)যাকে ভালবাস তাকে চোখের আড়াল করোনা। (বঙ্কিম চন্দ্র)

২১)ভালবাসতে শেখ, ভালবাসা দিতে শেখ।তাহলে তোমার জীবনে ভালবাসার অভার হবেনা। (টমাস কুলার)

২২)ভালবাসার প্রতিদানেই ভালবাসা পাওয়া যায়।

২৩)তুমি অপরকে ভালনা বাসলে,
অপরের ভালবাসা পেতে পারনা।
২৪) একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্রকৃত। (লিও টলষ্টল)
২৫)   যদি কেউ আপনাকে ভালবাসে , তবে কোন কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না !
আর যদি ভালবাসার অভিনয় করে , যাবার সময় কোন কিছুই তাকে ধরে রাখতে পারবে না !

আগেই বলেছি বানী গুলো বিভিন্ন বই, ফেসবুক, ব্লগ ইত্যাদি থেকে সংগ্রহ করা। 
বানান ভুল হলে ক্ষমা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top