![]() |
Add caption |
ফেরদৌস-সানি লিওন জুটি!
বলিউডে এর আগেও একবার মিট্টি নামের এক সিনেমায় অভিনয় করেছিলেন ফেরদৌস। তবে সেবার সফল হতে পারেননি বাংলাদেশের এ অভিনেতা। তবে বলিউডে সুযোগ দেয়া পরিচালক ইকবাল দুররানী ফেরদৌসকে আরেকবার নিতে চান তার নতুন একটি ছবিতে। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন এসময়ের আলোচিত পর্ণোস্টার সানি লিওন। আর দুররানী মনে করেন এর মাধ্যমে বলিউডে প্রতিষ্ঠা পাবেন ফেরদৌস।
যদিও মিট্টি ছবিটি বলিউডে তেমন বাজার পায়নি। এরপর থেকেই বলিউডের স্বপ্ন মুছে ফেলেন ফেরদৌস।
কিন্তু পরিচালক ইকবাল ফেরদৌসকে বলিউডে সফল করার আশাটা এখনো ছাড়েননি ।
তাই ফেরদৌসকে নিয়ে বলিডডে আরো একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন তিনি।
শুধু তাই নয়, ছবিতে সানির ‘স্বভাবশুলভ’ অনেক দৃশ্যই থাকবে।
সম্প্রতি ইকবাল এমন পরিকল্পনার কথা একটি সংবাদমাধ্যমকেও বলেছেন। আর সে কথা কানে গেছে সানি লিওনেরও।
তিনি অবশ্য বিষয়টাকে হাসি মুখেই গ্রহণ করেছেন।তবে যাকে নিয়ে এ হাকডাক সেই ফেরদৌসের কানে বিষয়টা এখনো পৌছেনি।
এ ব্যাপারে ফেরদৌস জানান, এমন কোন পরিকল্পনার কথা আমার জানা নেই।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.