GuidePedia
Latest News

0
ইন্ডিয়ান মুভিতে সেক্স অবৈধ -সানি লিওন
সানি লিওন বলিউডে তার আগমনকে বাগড়ম্বর করার কাজে কোন কিছুই আর বাদ রাখছেন না । বলিউডে প্রথম ছবি জিসম-২ তে অভিনয় শুরু করবার আগেই রঙ লাগাতে শুরু করেছেন সানি লিওন । সানি হিন্দিতে খুব ভালো সবাচ্ছন্দবোধ করেন না , আর তাই হিন্দি করায়ত্ত করতে অডিও পাঠ নেওয়া শুরু করেছেন । সানি নিজের শরীরটা বলিউডের মত মানানসই করতে দারুন ব্যস্ত সময় কাটাচ্ছেন। সানি লিওন টুইটারে লেখেন জিসম-২ তে অনেক সেক্সি শুট রয়েছে , তার জন্য নিজেকে প্রস্তুত করছি , আর এতেই সমালোচনা শুরু । যদিও বিষয়টি বেশি দূর গড়াতে দেননি সানি । তিনি আবার টুইট করেন , দুঃখিত ইন্ডিয়ান মুভিতে সেক্স অবৈধ ।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top