GuidePedia
Latest News

0

ধর্ষককে জীবিত দাফন করা হলো নিহত ধর্ষিতার পাশেধর্ষণের পর এক নারীকে হত্যার অভিযোগে ধর্ষককে ওই নারীর কফিনের পাশেই জীবিত দাফন করার ঘটনা ঘটেছে।

বলিভিয়ার দক্ষিণাঞ্চলীয় উঁচুভূমি এলাকায় ওই সন্দেহভাজন ধর্ষককে জীবিত দাফন করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

স্থানীয় কলকেচাকা এলাকায় ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য ঘাতক হিসেবে পুলিশ ১৭ বছর বয়সী ওই কিশোরকে সনাক্ত করে।

চিফ প্রসিকিউটর জানান, প্রায় দুই শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী সান্তোস রামোসকে আটক করে এবং নিহত ওই ধর্ষিতার পাশে তাকে পুঁতে ফেলে। এ সময় পুলিশের প্রবেশ ঠেকাতে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তারা।

স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদক জনরোষের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই নারীর শেষকৃত্য চলাকালে রামোসকে বেঁধে রাখা হয়। একপর্যায়ে শোকাহত গ্রামবাসী ধর্ষিতার কফিনের পাশে তাকে মাটিচাপা দেয়।

শহরটি বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে অন্তত ৩৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এখানে প্রায় পাঁচ হাজার লোকের বসবাস। মূলত দেশটির দারিদ্র্যপ্রবণ এলাকায় পিটিয়ে মারার মতো ঘটনা ঘটে যেখানের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top