GuidePedia
Latest News

0

এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ক্ষমা করবেন ,
আসুন কিছু ভালোবাসার কথা জানি ।কোন ছেলে যখন কোন মেয়েকে পছন্দ করে বা প্রথম দেখা করে তখন তারা অনেক nervous feel করে ! তারা মনে করে, ছেলে : মেয়েটি কেমন হবে তার স্বভাব কেমন হবে আরও কত কি ? কিন্তু একটি মেয়ে সবসময় একটা ভালো ছেলে চায় । যে শুধু তাকে ভালোবাসে ~ কিন্তু মেয়েটি কখনই চাইবে না যে তার ভালোবাসা তার থেকে হারিয়ে যাক , কিন্তু একটা কথা আছে কিছু কিছু মেয়েদের মন কিন্তু এক রকম হয় না । তারা আজকে একজনের সাথে আবার কালকে আরেকজনের সাথে প্রেম করে । কিন্তু একটি আদর্শ মেয়ে এটা পারবে না , কারণ সে একজনকেই ভালোবাসে আর তাকে নিয়েই ঘর বাধার স্বপ্ন দেখে । তারা সকল বাধা অতিক্রম করে তাদের ভালোবাসাটাকে জয় করে । শুধু আমার এইটুকু বলার যে ,
ভালোবাসা সকল শক্তির উপরে ।
( যদি ভালো লাগে তবে অবশ্যই পড়বেন )
~ ধন্যবাদ ~ ।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top