GuidePedia
Latest News

0


পর্নোষ্টার সানি লিওনের ডায়ালগ নিয়ে পরিচালক বিপাপরিচালক বেচারা পড়ে গেছেন বিপদে। ছবিতে ধর্ষণ দৃশ্য এবং মারপিট উভয় ক্ষেত্রেই সানি একই ডায়ালগ দিচ্ছে। ভিলেন যখন ধর্ষণে উদ্যত হয় তখন সানি নাকি বলে উঠে, "ইয়েস ইয়েস", " লাইক দ্যাট", "ওহ্‌ মাই গড", "ডু লাইক দ্যাট"। আবার নায়ক যখন তাকে উদ্ধার করার জন্য মারপিট করছে তখনও সে বলে উঠছে, "ইয়েস ইয়েস", " লাইক দ্যাট", "ওহ্‌ মাই গড", "ডু লাইক দ্যাট"। মহিশ বেচারা যতই তাকে বোঝায় যে এটা পর্ণ মুভি নয়, তবুও সানির মুখ থেকে শুধু ঐ ডায়ালগ গুলোই বের হয়ে আসছে। প্রশ্ন করলে সানি জবাব দেয়, "মহিশের মুভি তো অনেকটা পর্ণ মুভিই, আর তাছাড়া আমি ঐ ডায়ালগ ছাড়া আর কোন ডায়ালগ শত চেষ্টা করেও মুখে আনতে পারি না"।

উল্লেখ্য, ভারতীয় বংশোদ্ভুত ইন্দো-কানাডিয়ান পর্নস্টার সানি লিওন চুক্তিবদ্ধ হয়েছেন মহেশ ভাটের চলচ্চিত্র ‘জিসম’-এর সিক্যুয়াল ‘জিসম-২’তে। গত প্রায় মাস তিনেক ধরে এই ছবির কাজেই ব্যস্ত রয়েছেন সানি লিওন। আর ‘বিগ বস’-এর সুবাদে ভারতে সানি লিওনের পর্নমুভিগুলো ব্যাপক বিক্রি হয়। ভারতে সানির কোনো প্রোডাকশন বের হওয়ার আগে থেকেই অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সানির টুইটারে এখন অধিকাংশ ফলোয়ারই ভারতীয়। ভক্তরা এবার সানি লিওনের ‘জিসম-২’-এর জন্য অপেক্ষা করছেন। শুটিংও প্রায় শেষের দিকে। এর মাঝে সানি লিওন হিন্দি ভাষাও আয়ত্ত করে ফেলেছেন। তারপরও এই ছবির ডাবিংয়ে সানির কণ্ঠ দিচ্ছেন মহেশ ভাটের মেয়ে পূজা ভাট।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top