GuidePedia
Latest News

0

অনলাইন সেক্স সার্চে প্রথম সারিতে ভারতইন্টারনেট খুলে দিয়েছে অবারিত দুনিয়া। ইচ্ছা হলেই যে কেউ এর মাধ্যমে মুহূর্তের মধ্যে ঘুরে আসতে পারেন সারা জাহান। এতে যেমন আছে অতি দরকারি তথ্যভাণ্ডার, তেমনি আছে রগরগে যৌন আবেদন সৃষ্টিকারী বিষয়, ছবি। তার মাঝ থেকে মানুষ বেছে নেয় তার প্রয়োজনীয় অংশ। ইন্টারনেটে অন্য শব্দের মতো ২০১১ সালে ‘সেক্স’ শব্দটির সার্চ করা হয়েছে ভারতে সবচেয়ে বেশি।

এ শব্দটি বা এ বিষয়ে বিশ্বে যতগুলো দেশ বা শহর থেকে তত্ত্বতালাশ করা হয়েছে তার প্রথম ১০টির মধ্যে ৭টি শহরই ভারতের। এ তালিকার শীর্ষে আছে কলম্বো। আর চার নম্বর অবস্থানে আছে পাকিস্তানের করাচি। হ্যানয়ের অবস্থান ১০ নম্বরে। বাকি ৭টি অবস্থান ধরে রেখেছে ভারত। ভারতের যেসব শহর বা রাজ্য সংরক্ষণবাদী, উচ্চ সামাজিক মূল্যবোধ আছে যেখানে সেই শহরগুলোর বেশির ভাগই ঠাঁই পেয়েছে এই ৭টি অবস্থানে।

তার মধ্যে ২ নম্বর অবস্থানে রয়েছে লক্ষ্ণৌ, ৩ নম্বরে কলকাতা, ৫ নম্বরে পুনে, ৬ নম্বরে নয়া দিল্লি, ৭ নম্বরে ব্যাঙ্গালোর, ৮ নম্বরে চেন্নাই এবং ৯ নম্বরে রয়েছে মুম্বই। এ তালিকায় ২০১০ সালে শীর্ষে ছিল পাকিস্তান।

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top