GuidePedia

0

ভালবাসার মরণঠাণ্ডা বুকের কাছে
মায়ায় ভরা মুখ
শরীরের ছেলেমানুষি
টুকিটাকি কতো লোভ।

মনের চরে তীব্র যখন
নির্জনতার রাত
এই তো সময় ভালোবাসার
বাড়াও দুটি হাত।

ভালোবাসার মানেই বুঝি
সরল নিরাবরন
পলক পরার শব্দে যেন
মুহূর্তেই মরণ।

শরীর সরব হলেই যখন
মর্ম বুঝে মন
তোমার কাছেই বলছি যেচে
চাই আমি মরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top