
নানা বির্তক নিয়ে সম্প্রতি আলোচনায় আসেন নোভা। আর তা হলো- ‘মা হচ্ছেন নোভা’।
আলোচনার সূত্রপাত অবশ্য সেখানে নয়, আলোচনায় কেন্দ্রবিন্দু অন্যখানে।
কারণ নোভা এতদিন মিডিয়ার কাছে দাবি করে আসছিলেন, তিনি এখনো বিয়ে করেননি। তাই যখন ‘অবিবাহিত’ নোভা মা হবার যোগার তখনতো সবার চোখ চড়কগাছ।
অবশেষে নোভা স্বীকার করলেন, ২০১১ সালের ম্যাজিক ডে ১১-১১-১১’তে নাট্যনির্মাতা রায়হান খানকে বিয়ে করেছেন তিনি।
আর সে বিয়ে সবাইকে জানান দিতে শুক্রবার ধানমন্ডীর একটি রেষ্টুরেন্টে বিয়ে পরবর্তী সংবর্ধনারও আয়োজন করে নোভার পরিবার।
আলোচনা-সমালোচনায় শীর্ষে থাকা নোভার খবর প্রচারের পর হঠাৎ করেই ইন্টারনেটসহ ফেসবুকে প্রকাশপেয়েছে নোভার বেশ কিছু নগ্ন ছবি।
এরআগেও একবার এসব ছবি প্রকাশ পেয়েছিল।
তবে সেবার সবার অনুরোধে প্রায় সব জায়গা থেকে ছবিগুলো সরিয়ে নেয় সার্চ ইঞ্জিনগুলো।
এবার আবার গুগল, জিমবিওসহ বেশ কিছু ওয়েবে এখন সহসাই দেখা যাচ্ছে সেসব ছবি। তবে এসব ছবি যারা ছড়াচ্ছেন তাদের পরিচয় অজ্ঞাত। ধারণা করা হচ্ছে, হঠাৎ করে আলোচনায় আসা নোভাকে নিয়ে একটি মহল ফায়দা লোটার চেষ্টা করছে।
এদিকে, প্রকাশের অযোগ্য এমন কিছু ছবি সম্প্রতি ছড়িয়ে পড়েছে চার দিকে। প্রকাশের অযোগ্য সেসব ছবি যে নোভা ইচ্ছাকৃতভাবেই ধারণ করেছিলেন তা স্পষ্ট।
তবে ধারণা করা হচ্ছে, ছবিগুলো আজ থেকে অন্তত ৫-৬ বছর আগের তোলা।
তবে ফের এসব ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ায় নোভার পরিবারে দেখা দিয়েছে অস্বস্থি।
এমনকি একান-সেকান করে এখবর পৌছে গেছে নোভার কানেও। আর এরপর থেকেই হতাশ নোভার স্বামীও।
এ ব্যাপারে নোভার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।
লিখেছেন:- কৃঞ্চ কলি
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.