GuidePedia
Latest News

0
১৬ বছর বয়সে বাবার সাথে সহবাস করেছিলেন অ্যাঞ্জেলিনাঅ্যাঞ্জেলিনা জোলীহলিউডের সেক্সি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির জীবনটাও যেন সিনেমার কাহিনীর মতই রঙীন ও বিতর্কিত। জীবনে তিনি বহু বহুবার প্রেমে পড়েছেন। প্রেমে পড়াটা জোলির কাছে যেন কর্ণিক একটা রোগ। তবে সম্প্রতি জোলি সম্পর্কে যে তথ্যটা লেখক অ্যান্ড্রু মর্টন জানিয়েছেন তা ভীষণই রোমাঞ্চকর। অ্যান্ড্রু মর্টন লিখেছেন যৌবনের সন্ধিক্ষনেই জোলীর মনে মারাত্মক যৌন উন্মাদনা জাগে। তার বশবর্তী হয়ে তিনি চরম একটা ভুল কাজ করে বসেন। লেখক অ্যান্ড্রু মর্টন জোলিকে নি
য়ে একটা আত্মজীবনী লিখেছেন। জোলীর এই আত্মজীবনীতে তিনি জানিয়েছেন, মাত্র ১৬ বছর বয়সেই নাকি জোলী তাঁর কুমারিত্ম হারিয়েছিলেন। এটা হয়েছিল তার স্বইচ্ছাতেই। জোলী তাঁর মায়ের প্রেমিক মার্কেনাইল বারট্রেন্ডের সঙ্গে সহবাস করেছিলেন। তখন তিনি স্কুলের ছাত্রী। অ্যাঞ্জেলিনা জোলীর মায়ের সঙ্গে মার্কেনাইলের লিভ ইন রিলেশানশিপ ছিল। তারা এক বাড়িতে থাকতেন। মার্কেলাইনের সঙ্গে জোলীর মায়ের বহুদিনের গভীর প্রেম চলছিল। কিন্তু মায়ের চোখ এড়িয়ে জোলী তাঁর মায়ের প্রেমিকের সঙ্গে সহবাস করেন একাধিকবার। জোলীর মা যখন প্রেমিকের সঙ্গে তাঁর নিজের কন্যার ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পারেন তখন তিনি তাঁর প্রেমিক্কে তাড়িয়েদেন। তার সঙ্গে আর কোন সম্পর্ক’ও তিনি রাখেন নি কোনদিন। তিনি সব সম্পর্ক মিটিয়ে ফেলেন। তবে জোলী মায়ের এই সিদ্ধান্তের বিরধিতা করেছিলেন। এরফলে জোলীর সঙ্গে তাঁর মায়ের সম্পর্কেও চির ধরেছিল। এই ব্যাপার নিয়ে মায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিন মনোমালিন্য হয়েছে। পরে অবশ্য তা ঠিক হয়ে যায়। সম্প্রতি জোলীও এই ঘটনার কথা তাঁর ভায়ের কাছে স্বীকার করেছেন।

সূত্র  ঃBangla থেকে বাংলা

একটি মন্তব্য পোস্ট করুন

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top