প্রিয় ভাইগণ মেয়ে পটানোতে যারা আন এক্সপার্ট তাদের কোন টেনশন করার দরকার নাই ।এসে গেছে যুগান্তকারী ভার্চুয়াল লাভগুরুর মেয়ে পটানোর ডিজিটাল তরিকা।এই ডিজিটাল তরিকায় লাভগুরু বিজ্ঞানী নিউটনের ৩য় সূত্রের বিয়াপক প্রয়োগ করেছেন।
তরিকা গুলো হচ্ছেঃ
তরিকা ১. প্রথমে যে মেয়েটিকে পছন্দ করেন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন।যখন মেয়েটি আপনার দিকে তাকাবে তখন মেয়েটিকে ইশারা করুন যে ওর গালে কিছু একটা আছে।যখন মেয়েটি তার গাল স্পর্শ করতে যাবে ঠিক তখনই ইশারায় আবার বলুন এই গালে না ঐ গালে।এটা এক অভিনব প্রক্রিয়া।যা নাই ভরসা বাবার তরিকায় পুইলা স্থান নিয়েছে।
নিশ্চিত থাকেন মেয়েটি ওর গাল স্পর্শ করুক বা না করুক আপনার গালে ঠিকই পাঁচ আংগুল স্পর্শ করবে ।
তরিকা ২. মেয়েটির সাথে ঐ টপিক নিয়ে কথা বলুন যা মেয়েটি পছন্দ করে ।এতে করে আপনার সাথে বহুক্ষণ টাইম পাস করবে ।
সাবধান এমন কোন টপিক নিয়া কথা বলবেন না,যেটাই আবার আপনি বোবা হয়ে থাকেন ।তাহলে কিন্তু শ্রোতা হয়ে শুনতেই হবে ।
তরিকা ৩. মেয়েদের সাথে ওদের সম্পর্কে বেশী কথা বলুন।এতে করে মেয়েরা ভাববে যে আপনি ওর প্রতি দূর্বল।
এক্ষেত্রে আবার অনেকে ইন-ডাইরেক্টলি প্রপোজ করে বসে।ভুলেও এই কাজ করবেন না ।
তরিকা ৪. যদি মেয়েদের পটাতে চান তাহলে মেয়েটির পাশে যাওয়ার চেষ্টা করুন,মেয়েটিকে পিছু নিন।দেখুন কই যায়।তাকে লক্ষ্য করতে থাকুন।কিছুদিন করার পর আর করবেন না।দেখবেন মেয়েটি আপনাকে মিস করছে।
সাবধানে পিছু নিবেন।যদি ধরা পরেন তাহলে কিন্তু জামিন নাই ।
তরিকা ৫. মেয়েরা দলবদ্ব থাকলে পটাতে নাকি সুবিধা হয়।সুতরাং যে মেয়েটিকে পটাতে চান তাকে এট্রাক্ট করার মত কিছু করার চেষ্টা করুন ।
এমন কিছু করিয়েন না যাতে পাড়ার বড় ভাইদের কাছ থেকে দাবড়ানি খাওয়া লাগে ।
তরিকা ৬. সবসময় মেয়েদের চোখে চোখ রেখে কথা বলবেন।এদিক ওদিক তাকিয়ে কথা বললে তারা মনে করে,তার সাথে আপনার কথা বলার তেমন কোন আগ্রহ নেই।
এমন ভাবে তাকাইয়েন না যেন জীবনেও মেয়ে মানুষ দেখেন নাই।
তরিকা ৭. যখনই কোন মেয়ের সাথে দেখা করবেন যত কষ্টই হোক এক গাল হাসি দিবেন ।
৩২ টা দাঁত বাহির করে হাসবেন না।ও দাঁত মেজে তারপর হাসি দিয়েন।
তরিকা ৮. সদা সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন।
সাহায্য করতে গিয়া আবার যেন আপনারই কোন কারও সাহায্য না নেয়া লাগে।
তরিকা ৯. মেয়েরা বার্থ ডে,ভালবাসা দিবস এসব প্রেম বিষয়ক বিশেষ দিন গুলোর ব্যাপারে অতি মাত্রায় সিরিয়াস।তাই তাদের বার্থ ডে মনে রাখবেন।আর আন-কমন কিছু গিফট দেয়ার চেষ্টা করবেন।যদি না পারেন একটা লাল গোলাপ নিয়া রোমিও স্টাইলে উইশ করবেন ।
নিজের নাম ভুলে যান অসুবিধা নাই তবু ও বার্থে ডে ভুইলেন না।দরকার পরলে মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখবেন।
তরিকা ১০. কোন সময় রাগ করবেন না।মনে রাখবেন রেগে গেলেন তো হেরে গেলেন ।
মেয়েরা অনেক সময়ই আপনাকে টেস্ট করতে চাইবে।তাই রাগবেন না।মাথা ঠান্ডা রাখিবেন।
এই হল লাভগুরুর ডিজিটাল তরিকা।বাস্তব জীবনে ধরা না খাইতে চাইলে প্রয়োগ কইরেন।মেয়ে পটানোর সময় লাভগুরুর দোয়া অবশ্যই আপনাদের পাশে বিরাজমান থাকবে ।তবে মেয়ে পটানো আর খাল কেটে কুমির আনা সমান কথা ।
হ্যাপি পটানিং
বিঃদ্রঃ ইহা একটি রম্য পোস্ট মাত্র।আপনি তরিকা প্রয়োগে ব্যর্থ হলে লেখক দায়ী নহে!!!
যারা আমার আরেকটি নতুন পোস্ট পড়েননি তারা এখান থেকে পড়তে পারেন
একা একা লাগে ভ্যালেন্টাইনস ডে তে ? গার্লফ্রেন্ড নেই ? তাহলে দেখুন তো এই টিপস গুলো কাজে লাগাতে পারেন কিনা !
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.