এতদিন বিয়ের খবর অস্বীকার করলেও মা হওয়ার কথা স্বীকার করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নোভা। আসছে জুলাই মাসের শেষের দিকে তার কোল জুড়ে আসবে নতুন অতিথি। এজন্য শুটিং থেকে পুরোপুরি ছুটি নিয়েছেন তিনি। তার চিকিৎসক স্কয়ার হাসপাতালের ডাক্তার খালেদা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। নোভাও ভদ্র মেয়ের মতো ঠিকঠাক মেনে চলছেন চিকিৎসকের হুকুম। তিনি বলেন, ‘আমার দিন-রাত সব এক হয়ে গেছে। অপেক্ষা করছি চাঁদমু
খ দেখার জন্য।’
হঠাৎই নোভা বিয়ে করেন রায়হান খানকে। কিন্তু এ নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশ হলে তা অস্বীকার করেছিলেন নোভা-রায়হান। এরপর তারা এখন পর্যন্ত তাদের বিয়ের কথা মিডিয়াকে মুখ ফুটে বলেননি। তাহলে রায়হানের সাথে নোভার বিয়ে হয়েছে নাকি পরকীয়া না অবৈধ সর্ম্পক। এই নতুন অতিথি নিয়ে আবারো নোভা-রায়হানের সর্ম্পক নিয়ে মিডিয়ায় নতুন গুন্জন শুরু হয়েছে। বিয়ের পর রায়হান তার আগের স্ত্রী এবং সন্তানদের রেখে নোভার সঙ্গে সংসার শুরু করেন। এখন তাদের ঘরে আসছে নতুন অতিথি। মা হওয়ার খবরের সত্যতা যাচাইয়ে নোভাকে ফোন দিলে তিনি সাবলীলভাবে বলেন, ‘হ্যাঁ, আমি মা হচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
নোভা বর্তমানে তার বড়বোনের ধানমন্ডির বাসায় আছেন। এখন নতুন অতিথির আগমন ঝুঁকিহীন করতে ব্যস্ত রয়েছেন নোভা। -
প্রকাশিত হয়েছে:- ০৮/০৬/২০১৩ | লিখেছেন:- কৃঞ্চ কলি
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.