বলিউডে পর্নোর ছড়াছড়ি। বলিউডে হট হিট ইমেজের জন্য এখন কাপড় খোলা কোন বিষয়ই নয়। বর্তমানে বলিউডে হট ইমেজ বলতে সবার আগেই চলে আসে যে নামটি তিনি হলেন ইন্দো কানাডিয়ান পর্নোতারকা সানি লিওন।
তবে এবার সেই সানি লিওনকেও ছাড়ি গেলেন পুনম পান্ডে। সম্প্রতি তার ‘নেশা’ ছবির পোষ্টার প্রকাশের পর তাকে নিয়ে শুরু হয়েছে জোড় আলোচনা। কারণ প্রতিটি পোষ্টারেই বেশ সাহসীভাবে উপস্থাপিত হয়েছেন তিনি।
শুধু তাই নয়, ছবিটিতেও পুনমকে দেখা যাবে এ কালের সবচেয়ে খোলামেলা চরিত্রে। আর এ কারণেই পুনমের সাথে দৌড়ে কিছুটা পিছিয়ে পড়লেন সানি।
সানি লিওন
অবশ্য অভিনয় নিয়ে তারা যেমন প্রতিযোগীতায় নেমেছেন তেমনি টক্করে মেতেছেন টুইটার নিয়েও। পর্নো স্টার সানি লিওন এখন টুইটারে পছন্দের তালিকায়
সেই সানিকে টক্কর দিচ্ছেন পুনম পান্ডে।
আসলে পুনম নিজের ভক্ত সংখ্যা বাড়ানোর জন্য টুইটারে মাঝে মাঝেই তার নগ্ন ছবি আপলোড করে দেন। আর এতেই তার ফলোয়ার বা ভক্ত সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
সানি লিওনের ভক্ত সংখ্যা ১,৮৩,৯৪১। ১,৪৬,৯৭৪।
সানি টুইটারের মাধ্যমে তার পর্নো ছবির প্রচার করেন। আর পুনম নগ্নতা বিক্রি করে পাবলিসিটি বাড়ান।
দুইয়ের টক্কর এখন নগ্নতা বেশ জমজমাট হয়ে উঠেছে বলিউডে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.