GuidePedia

0

এ বছরেই আসছে 'বাংলার ফাটাকেষ্ট'জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের অভিনীত 'বাংলার ফাটাকেষ্ট'র কাজ চলছে পুরোদমে। এ বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে আনার পরিকল্পনা চলচ্চিত্র নির্মাতার। আর সে লক্ষ্যেই এর যাবতীয় কাজ দ্রুত শেষ করা হচ্ছে।

এ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, 'এফডিসিতে গত ১৩ জুন পর্যন্ত বাংলার ফাটাকেষ্টর শুটিং করেছি। কিছু টেকনিক্যাল কারণে শুটিংয়ের কাজ কদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। কিছু দিনের মধ্যেই আবার শুটিং শুরু হবে। ছবির গল্পটি বেশ শিক্ষণীয়। আশা করি, দর্শকও পছন্দ করবে।'

'বাংলার ফাটাকেষ্ট' ছবিটি কলকাতার 'ফাটাকেষ্ট' ছবি অবলম্বনে নির্মিত হচ্ছে। ইলিয়াস কাঞ্চন ছবির নাম ভূমিকায় অভিনয় করছেন। পরিচালনা করছেন সাজ্জাদুর রহমান (বাদল)।

ছবির গল্পে দেখা যাবে, মাস্তান ফাটাকেষ্ট সমাজের গরিব-দুঃখীদের বন্ধু। গল্পের ধারাবাহিকতায় তিনি একুশ দিনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুযোগ পান। এ সময়ের মধ্যে সমাজের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জঞ্জালমুক্ত দেশ গড়তে প্রাণপণে কাজ করে যান।

ইলিয়াস কাঞ্চন ছাড়াও এ ছবিতে আরো অভিনয় করছেন বিশিষ্ট অভিনেতা প্রবীর মিত্র, নবাগত সিমি, কাবিলা, আমির সিরাজী প্রমুখ।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top