আসসালামুয়াল্যকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।যাই হোক আজ্জ আমি আপনাদের মাঝে শেয়ার করব দেশি-বিদেশি সেলেব্রিটিদের ওয়েবসাইটের ঠিকানা
তারকাদের প্রতি আমাদের সবারই কমবেশি আগ্রহ রয়েছে। বাংলাদেশের সেলিব্রেটিদের প্রতি না যতটা রয়েছে তার চেয়ে বেশি রয়েছে বিদেশি সেলেব্রেটিদের প্রতি।
যা-ই হোক এই লেখাটা এখানে লিথা ঠিক হচ্ছে কি-না জানি না। কিন্তু যেহেতু এটি ওয়েবসাইট নিয়ে লিখা এবং ইন্টারনেটকেন্দ্রিক, তাই এখানে সবার জন্য লিখছি।

আসুন প্রথমেই দেখে নিই আমাদের সবার প্রিয় এলআরবি’কে কোথায় পাওয়া যাবে। বাংলাদেশের অন্যতম প্রাচীন ব্যান্ড এলআরবি-এর অফিসিয়াল সাইট http://www.ablrb.net । এখানে পাবেন ফটো গ্যালারি ও এলআরবি-এর গানের বিশাল সম্ভার। এলআরবি ভক্তদের জন্য নিঃসন্দেহে এটি একটি লোভনীয় সাইট।
জুমলায় তৈরি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলসের http://www.soulsbd.net সাইটটি এক কথায় অসাধারণ।
জনপ্রিয় কম্পোজার ও গায়ক হাবিব ওয়াহিদের দেখা মিলবে http://www.habibwahid.com সাইটে।
সাথে পাবেন হাবিবের গানের ভান্ডার। বাপ্পা মজুমদারের সাইটটি খুললে বেজে উঠবে বাপ্পার গান। এনিমেটেড হবে বাপ্পার অসাধারণ কিছু ছবি। তো আর দেরি কেন বাপ্পা ভক্তরা ঘুরে আসুন http://www.bappamazumder.com।
ঢালিউডের নামকরা জনপ্রিয় তারকাদের মধ্যে শুধু রিয়াজের রয়েছে নিজের নামে http://www.riaz.com.bd সাইটটি।
অনলাইনে বলিউডের আধিপত্য ঈর্ষণীয়। বলিউড সেলিব্রেটিদের মধ্যে অনলাইনে সবচেয়ে সরব দেখা যায় বিগ বি অমিতাভ বচ্চনকে। টুইটারে নানা বিষয় পোস্ট করে প্রায় আলোচনায় উঠে আসেন তিনি। তার অফিসিয়াল ওয়েবসাইট হল http://www.amitabh-bachchan.co.in।
পাকিস্তানি পপ শিল্পী ও অভিনেতা আতিফ আসলামের নিজস্ব অফিসিয়াল http://www.aadeez.com সাইটটিতে রয়েছে তার গান ও ফটোগ্রাফের চমৎকার সংগ্রহ। এছাড়াও http://www.atifaslam.org তার আরেকটি সাইট। অভিনেত্রী কারিনা কাপুরের দুটি ওয়েবসাইট রয়েছে http://www.kareenak.net এবং http://www.kareenakapoor.me রকস্টার খ্যাত রণবীর কাপুরকে পাবেন http://www.ranbirkapoor.net সাইটে গেলে। মিষ্টি কণ্ঠের গায়ক সনু নিগমের সাইট http://www.sonuniigaam.in। বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সংগীত শিল্পী শ্রেয়া ঘোষালের ওয়েবসাইট http://www.shreyaghoshal.com, এতে শ্রেয়া ঘোষালের টুইটার লিংক দেয়া আছে এবং তার গাওয়া জনপ্রিয় গানগুলোর একটি তালিকা পাওয়া যায় হোমপেজে। চোরাবালি খ্যাত টালিউডের ইন্দ্রনীল সেনগুপ্তকে পাবেন http://www.indraneilsengupta.com এই সাইটে।
বলিউডের প্রতিশ্রুতিশীল নায়িকা ক্যাটরিনা কাইফের সমস্ত নিউজ পাবেন http://www.katrinakaif.org -এ। বলিউডের প্রভাবশালী তিন খান সালমান, শাহরুখ ও আমির ওয়েবসাইটের ক্ষেত্রে বেশ উদাসীন মনে হল।
কমেডি মুভির সফল নায়ক রিতেশ দেশমুখের ওয়েবসাইট হল http://www.deshmukhonline.net।
সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের ওয়েবসাইট দুটি, http://www.aishwarya-rai.com ও http://www.allaishwarya.com। হ্যারি পটার খ্যাত ড্যানিয়েল র্যাডক্লিফের ওয়েবসাইটের ঠিকানা হল http://www.danradcliffe.com। পশ্চিমের জনপ্রিয় গায়ক জাস্টিন বিইবারের সাইট http://www.justinbiebermusic.com। টাইটানিক খ্যাত অভিনেত্রী ক্যাট উইন্সলেটের সাইট http://www.katewinsletfan.com।
আগেই বলেছিলাম নিজস্ব ওয়েবসাইট না থাকলেও অনেক তারকা ফেসবুক টুইটারে বেশ সরব। যেমন দাবাং খ্যাত সোনাক্ষি সিনহার ফেসবুক ফ্যান পেজ হল http://www.facebook.com/sonakshisinhaofficial তাকে টুইটারে পাবেন http://www.twitter.com/anushkasharma01 এই ঠিকানায়। ‘জাব তাক হে জান’ খ্যাত আনুশকা শর্মা আছেনhttp://www.facebook.com/AnushkaSharmaofficial এ।
বলিউডের আরেক হিট হট গায়ক শানের দেখা মিলবে http://www.facebook.com/pages/Singer-Shaan/110584182293052 এই ফ্যানপেজে। সুপারহিট টালিউড ছবি ‘বোঝে না সে বোঝে না’-এর অন্যতম অভিনেতা আবীর চ্যাটার্জির দেখা মিলবে http://www.twitter.com/itsmeabir ও http://www.facebook.com/AbirChatterjee.bengalistar -এ ভিজিট করলে।
ঢালিউডের কিং শাকিব খান ওয়েবসাইটে আছেন http://www.facebook.com/1shakibkhan -এ। বিগবাজেটের ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এর নায়ক ও প্রযোজক অনন্ত জলিলকে পাবেন http://www.facebook.com/amiananta। জনপ্রিয় নায়িকা শাবনূরের http://www.facebook.com/shabnur.md নামে একটি পেজ চালু আছে। ঢালিউডের মিষ্টি নায়িকা মৌসুমীর সব খবর পাবেন http://www.facebook.com/arifa.moushumi -এ।
খ্যাতিমান পরিচালক মুস্তাফা সরয়ার ফারুকীর ফ্যানপেজ হল http://www.facebook.com/MostofaSarwarFarookiOfficial।
লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিমকে পাবেন http://www.facebook.com/BidyaSinhaSahaMim। বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারেরই রয়েছে একাধিক ফ্যান পেজ। তবে সবচেয়ে জনপ্রিয় হলেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল খান।
তাদের পেজের ঠিকানাগুলো যথাক্রমে http://www.facebook.com/Mashrafee, http://www.facebook.com/Shakib.Al.Hasan ও http://www.facebook.com/Tamim.Iqbal। তবে বিশ্বের সাবেক এক নম্বর অল রাউন্ডার সাকিব আল হাসানের একটি ওয়েবসাইট রয়েছে, আর তা হল http://www.shakibalhasan.com
আর পারছি না। আপনাদের জানা থাকলে শেয়ার করুন বাকিগুলো। ধন্যবাদ।
এমন সব মজার মজার কিছু আগে আগে জানতে আমার ফ্যান পেজে একটি লাইক করতে এখানে যান
This post share please

একটি মন্তব্য পোস্ট করুন