GuidePedia

0
অনেক শখ করে স্ত্রীকে ডায়মন্ডের কানের দুল কিনে দিয়েছিলেন আদাম ।কিন্তু সেটি আর ব্যবহার করতে পারননি হতভাগা স্ত্রী। ভালবেসে তাদের পোষা মুরগি (সারাহ)কে কাধে তুলেছিলেন স্ত্রী ক্লায়ার। তখই ঘটলো বিপত্তি। ডায়মন্ডের দুলটি সারাহ গিলে খেয়ে ফেলে। তবে দামি এই দুলটির জন্য সারাহকে মেরে ফেলতে চাননা এই দম্পতি। দুল ফিরে পেতে প্রয়োজনে সারাহ’র মুত্য পর্যন্ত অপেক্ষা করবেন ক্লায়ার।

সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিমাঞ্চালে বার্কশায়ারে এমন ঘটনা ঘটেছে।

মঙ্গলবার ডেইলি মেইল অনলাইনের এক খবরে বলা হয়,ক্লায়ার তার মুরগিটিকে অনেক ভালবাসেন। মুরগির নামও রেখেছেন সারাহ। সম্প্রতি মুরটিকে আদর করার জন্য কোলে তুললে তার শখের দুলটি ঠোকর দিয়ে খেয়ে ফেলে সারাহ। ডায়মন্ডের তৈরী দুলটি অনেক মূল্যবান জেনেও সেটি উদ্ধারের জন্য ছয় মাস বয়সী সারাহকে মেরে ফেলতে রাজিন নন তিনি। মুরগিটেকে মেরে ফেললে তাদের একমাত্র সন্তান ‘মিয়া’ খুবই কষ্ট পাবে।

তবে অপারেশন করে দুলটি বের করা যায় কিনা সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন ওই দম্পতি। সারাহ’র এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশন করেও  এই দুল বের করা যাবে না। অপারেশন করলে সারাহ’র মৃত্যু হতে পারে।

অবশেষে ইংল্যান্ডের ওই দম্পতি সিদ্ধান্ত নিয়েছেন সারাহ’র স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত তারা কানের দুলের জন্য অপেক্ষা করবেন।সারাহ বয়স অনুযায়ী আরো আট বছর বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। ফলে ডায়মন্ডের দুলটির জন্য তাদেরকে আট বছর অপেক্ষা করতে হবে।

৩৮ বছরবয়সী ক্লায়ার লেনন ভাষ্যমতে,দুলটি ফিরে পেতে প্রয়োজনে আট বছর অপেক্ষা করব। তুবও তাকে মেরে ফেলতে পারবো না। আমার কাছে সারাহ আরো বেশি মূল্যবান। মুরগিটি আমাদের পরিবারের একজন সদস্যও বটে। তাছাড়া সারাহ তার সন্তান মিয়ার খেলার সাথী। তাই সারাহ’র বৃদ্ধ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top