কত চেষ্টাই না বুম্বা ওরফে প্রসেনজিত করলেন দেবশ্রী ওরফে চুমকিকে রাজি করানোর! তবে চুমকির ‘না’ কে আর ‘হ্যা’ করাই গেল না। বুম্বা-চুমকির ডিভোর্সের প্রায় আঠেরো বছর হতে চলল, তবু আজও স্বাভাবিক হতে পারলেন না দু’জনের কেউই। প্রসেনজিৎ যদিও ইদানিং চেষ্টা চালাচ্ছিলেন আগের মান-অভিমানের পালা মিটিয়ে দেবশ্রীর সঙ্গে সম্পর্কটা একটু মধুর করবার, কিন্তু মধুর আর হল কই? বেঁকে বসলেন নাকি দেবশ্রীই! আঠেরো বছর আগেই বুম্বা কে ‘না’ বলে দিয়েছিলেন তিনি। তাই বলে অ্যাদ্দিন পরও যে সেই ‘না, ‘না’-ই রয়ে যাবে, তা কি আর টের পেয়েছিলেন প্রসেনজিৎ? টের পাননি একেবারেই!
আর পাননি বলেই নাকি সেধে সেধে নেমন্তন্ন করতে চেয়েছিলেন নিজের প্রাক্তন স্ত্রীকে। তা নেমন্তন্নটা কীসের? আগামী ১৪ই সেপ্টেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে, প্রসেনজিতের ফিল্মি কেরিয়ারের তিরিশ বছর পূর্তি উপলক্ষ্যে যে অনুষ্ঠান হতে চলেছে তাতেই নাকি দেবশ্রীকে নেমন্তন্ন করতে চেয়েছিলেন বুম্বা। একটি বেসরকারি চ্যানেলের উদ্যোগে ওই দিন বুম্বাকে নিয়ে ধুমধাম করে যে সেলেব্রেশন হবে সেখানেই নিজের প্রথম বউয়ের দেখা পেতে নাকি একেবারে উদগ্রীব হয়ে উঠেছিলেন নায়ক! যদিও অনুষ্ঠানটিতে লোকের অভাব হবে না মোটেই, ঐশ্বর্য রাই বচ্চন, জুহি চাওলা, রানি মুখোপাধ্যায় থেকে শুরু করে উপস্থিত থাকছেন টলি-পাড়ার সকলেই। ঋতুপর্ণাও আগের মান অভিমানের পালা মিটিয়ে হাজির হবেন সেদিন। এমনকি রানিও নাকি নিজের প্রাক্তন মেসোকে শুভেচ্ছা জানাতে ভুলছেন না কোনও মতেই! তবে আসছেন না শুধু দেবশ্রী রায়। এখনও পর্যন্ত তাই খবর।
শোনা যাচ্ছে, ওই অনুষ্ঠানের উদ্যোক্তারা নাকি সবার আগে ইনভিটেশন পাঠিয়েছিলেন দেবশ্রীকেই। পাঠাবেন নাই বা কেন? যাঁকে নিয়ে এই গ্র্যান্ড সেলেব্রেশন, তাঁর প্রথম প্রেমকে কি বাদ দিলে চলে? তবে খবর বলছে, শুধু উদ্যোক্তারা না, বুম্বা নিজেও নাকি ফোন করেছিলেন চুমকিকে। কিন্তু যথারীতি তিনি ফোন ধরেননি! আয়োজকদের কাছেও নিজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে নাকি কেটে পরেছিলেন এই নায়িকা-বিধায়ক। তাঁর এই ব্যস্ততার অজুহাত নিয়েও এখন ফিসফিস শুরু হয়েছে গসিপ মহলে। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী রাজ্যের কাজ ফেলে ছুটে আসছেন প্রসেনজিৎকে শুভেচ্ছা জানাতে, সেখানে কী এমন ব্যস্ততা দেবশ্রীর? এই নিয়ে এখন নিজেদের মধ্যে প্রশ্নও চালাচালি করছেন নিন্দুকেরা। ওদিকে দেবশ্রী ফোন না ধরায় এখন বুম্বারও নাকি অভিমানে, অপমানে নিজের মাথার চুল ছেঁড়ার জোগাড়! চেষ্টার তো আর ত্রুটি রাখেননি তিনি! তবে শত চেষ্টাতেও ‘হ্যাঁ’ করানো গেল না দেবশ্রীকে। নিন্দুক এবং প্রসেনজিৎ- উভয়কেই উপেক্ষা করে নিজের ‘না’ তেই নাকি অটল থাকছেন নায়িকা!
একটি মন্তব্য পোস্ট করুন