GuidePedia

0
ঠোঁটে লিপস্টিক দিলে মেয়েদের আরও সুন্দর দেখায়। শুধু তা-ই নয়, তাদের ব্যক্তিত্বও ফুটে ওঠে। কিন্তু মেয়েরা দিনে কতবার লিপস্টিক দেবে? ইউরোপ-আমেরিকায় সৌন্দর্যপিয়াসী মেয়েরা এমনকি দিনে ২৪ বারও ঠোঁটে লিপস্টিক দেয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, লিপস্টিকে ক্ষতিকর কিছু ধাতব পদার্থ থাকে। এতে অবশ্য আতঙ্কের কিছু নেই। কারণ, এদের উপস্থিতি খুব সামান্য। যেমন সিসা থাকে ১০ লাখ ভাগের মাত্র এক ভাগের সামান্য বেশি (এক পিপিএম)কিন্তু বারবার ব্যবহারে ঠোঁট থেকে জিহ্বা হয়ে পেটে যাওয়ার আশঙ্কা থাকে। শরীরে সিসা ঢুকলে তা ভেতরেই থেকে যায়। এখানেই ভয়। লিপস্টিকে সিসার উপস্থিতি ধরা পড়ে ২০০৭ সালে (দেখুন, নিউইয়র্ক টাইমস, ২০ আগস্ট ২০১৩)। সে সময় নিরাপদ প্রসাধনীর জন্য ‘বিষ চুম্বন’ আন্দোলন শুরু হয়। তবে লিপস্টিক দেওয়া নিয়ে আতঙ্কের কিছু নেই। দিনে দু-তিনবার অনায়াসে ব্যবহার করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top