কথা রাখলেন না সানি লিওন
কানাডিয়ান পর্ণো তারকার সানি লিওন বলিউডে পা রেখেছেন অনেক দিন হলো। এরপর তিনি ঘোষনাও দিলেন আর কোন পর্ন ছবিতে অভিনয় করবেন না তিনি। তবে সে কথা আর থাকছেনা। ফের পর্ন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি।

জানা গেছে, ভারতের জাতীয় চলচ্চিত্রপুরস্কার প্রাপ্ত পরিচালক সুজয় দাহাকে পর্ণো চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন। চলচ্চিত্রটিতে কানাডিয়ান পর্ণো তারকার সানি লিওনকে নেয়ার কথা ভাবছেন পরিচালক সুজয়।
যদিও এই পরিচালকের দ্বিতীয় চলচ্চিত্র ‘আজোবা’ এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। তবুও পরবর্তী চলচ্চিত্র নিয়ে উঠে পড়ে লেগেছেন এই পরিচালক। সেক্স ও পর্ণো জগতের অন্তরালের কথা তুলে ধরা হবে এই চলচ্চিত্রে। চলচ্চিত্রটির নাম দেয়া হয়েছে ‘ভালগার এক্টিভিটিস ইনকর্প’।
সুজয় দাহাকে বলেন, খুব শীঘ্রই সানি লিওনকে চলচ্চিত্রটি করার জন্য বলা হবে আশা করি তিনি রাজি হবেন। ছবিটির পাণ্ডুলিপির কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবং এ বছরের জুন মাস থেকে এর শুটিং শুরু হয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন