বিজ্ঞানীদের ভাষায় প্রেম-ভালোবাসা
বিজ্ঞানের ভাষায়, প্রেম বা ভালবাসা হলো মস্তিষ্কের থ্যালামাসের এক ধরনের রাসায়নিক অবস্থা। প্রেমে পড়ার উপসর্গ:
১. হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
২. গাল বা কান লাল হয়ে যাওয়া।
৩.হাতের তালু ঘামা।
৪.নারভাস অনুভূত হওয়া। ইত্যাদি।
বিজ্ঞানের ভাষায় এর জন্য দায়ী হল:
১.ডোপামিন।
২. নরেপিনেফ্রিন হরমোন।
ছেলে বা মেয়েরা প্রেমে পড়ে মস্তিষ্কে ডোপামিন নিঃসরন এর জন্য। যে সকল ছেলে বা মেয়েদের মস্তিষ্ক হতে ডোপামিন বেশি নিঃসরন হয় সাধারণত তারা বেশি প্রেমে পড়ে। তবে কৃত্রিম ভাবেও এই ডোপামিন বেশি নিঃসরন করা যায়।
যেমন:গাঁজা কিংবা কোকেইন ইত্যাদি সেবন করে। এছাড়া অন্যভাবে এই হরমোন প্রয়োগ করে দেখা গেছে যে, যাদের প্রয়োগ করা হয় তারা নিজেরা প্রেম অনুভব করে। কার ও প্রেমে আবেগ কম তার অর্থ হল তার মস্তিষ্ক হতে এই হরমোন কম নঃসরন হয়।
প্রেম ভালবাসাস স্বর্গীয় নয়,সবই রসায়নের রসের খেলা।
একটি মন্তব্য পোস্ট করুন