আশিকি টু’র গায়ক অরিজিত বিয়ে করলেন
আশিকি টুর গায়ক অরিজিত সিং বিয়ে করেছেন। পাত্রী কোয়েল অরিজিতের ছোটবেলার বন্ধু। মঙ্গলবার পশ্চিমবঙ্গের তারাপিঠ মন্দিরে সাতপাকে নিজেদের বেধে নেন এ দুজন।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বেশ চুপিসারেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের সময় শুধু দুজনের পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন।পাত্রী কোয়েল এবং অরিজিত দুজনই বড় হয়েছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। বিয়ের পরই নববিবাহিত দম্পতি কলকাতা হয়ে মুম্বাইয়ে গেছেন।অরিজিত এবং কোয়েল দু`জনেরই এটি দ্বিতীয় বিয়ে। অরিজিতের প্রথম সংসার নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে কোয়েলের একটি সন্তান আছে।প্রসঙ্গত, বলিউডে গত বছরের অন্যতম হিট গান আশিকি টু গেয়ে জনপ্রিয়তা পান অরিজিত সিং। এরপর অরিজিতের গাওয়া কী করে তোকে বলব বোঝে না সে বোঝে না মন মাঝি রে গানগুলোও ব্যাপক শ্রোতাপ্রিয়তা অর্জন করে।
একটি মন্তব্য পোস্ট করুন