GuidePedia

0
রোমান্সের ব্যাপারে শাহরুখ খানের কিছু মূল্যবান উপদেশ
এই দশকের চলচ্চিত্র ক্যারিয়ারের রোমান্টিক হিরো শাহরুখ খান। তিনি বাস্তব জীবনেও অনেক বেশি রোমান্টিক । ১৯৯১ সালে বিয়ের পর নির্ঝঞ্জাট কাটছে তার সংসার।
রোমান্সের ব্যাপারে শাহরুখ খানের কিছু মূল্যবান উপদেশ

সম্প্রতি রাজধানীতে একটি অনুষ্ঠানে শাহরুখ রোমান্সের ব্যাপারে কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন। শাহরুখের উপদেশগুলো হলো-

১. কথা, কাজ কিংবা সাহসের দিক দিয়ে একজন নারীকে অসম্মান করবেন না।

২. ছোট খাট বিষয়ের প্রতি খেয়াল রাখা। যেমন সম্মান দেখিয়ে নারীদের দরজা খুলে দেয়া এবং বসার সময় তারা বসার আগে না বসা।

৩. নারীদের সঙ্গে ভদ্র আচরণ করতে শিখুন।

৪. আমি কখনই কোনো নারীকে অপমান করিনি। নারীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করবেন না এমনকি তার সামনেও না।

৫. সেই সত্যিকারের পুরুষ যে তার নারীত্ব বুঝতে পারে। আমি আমার নারীত্বের স্পর্শেই নিজের পুরুষত্বকে খুঁজে পাই।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top