তোমার ঘৃনাকে ভালবাসায় পরিনত করব

একটি ছেলে একটি মেয়েকে ভালবাসত কিন্তু মেয়েটি ছেলেটিকে ঘৃনা করত... ছেলেটি বললঃ আমি তোমার ঘৃনাকে ভালবাসায় পরিনত করব এবং আমি তোমার বাড়ির সামনে আগামী ১০০ দিন দাড়িয়ে থাকব। কখনো প্রচন্ড রোদ ওঠে ,কখনো বৃষ্টি হয় কিন্তু ছেলেটি সেই মেয়েটির বাড়ির সামনে দাড়িয়ে রইলো। ৯৯ তম দিন থেকে মেয়েটি ছেলেটিকে ভালবাসতে শুরু করল। মেয়েটি স্বিদ্ধান্ত নিলো সে ছেলেটিকেতার ভালবাসার কথা জানাবে। ১০০ তম দিনে সূর্য ওঠার সাথে সাথেমেয়েটি ছেলেটি যে জায়গায় দাড়িয়ে ছিল সেখানে গেল কিন্তু ছেলেটি সেখানে ছিল না। সে একটি চিরকুট খুজে পেল , যেখানে লেখাছিলঃ “তুমি বাড়িতে বসে যখন রোদ বৃষ্টি উপভোগ করো…আমি তোমার পাশের বাড়ির একটি মেয়েকে কথা দিয়ে ফেলেছি..” মোড়াল-যখন তুমি সত্যিকারের ভালবাসা পাও তাকে সন্মান করতে শেখো । কারন আজ যা তুমি খুব সহজে পেতে পারো ,হয়ত কাল তা তুমি হাজার কাদলেও পাবে না।
একটি মন্তব্য পোস্ট করুন