১৫ সেকেন্ডে গাড়ি থেকে বোটে রূপান্তর
উচ্চ গতিসম্পন্ন গাড়ি যেটা কিনা মাটি ও পানি-দু’জায়গাতেই সমানতালে চলতে সক্ষম, সেরকম কিছুর জন্য আর জেমস বণ্ডের মুভির জন্য অপেক্ষা করতে হবে না। কারণে ডেভিড মার্চ নামে এক উদ্ভাবক জীপের মত এই গাড়ি উদ্ভাবন করেছেন, যেটা রাস্তা থেকে গিয়ে সোজা নদীতে গিয়ে পড়লেও ডুবে যাবে না। মাত্র ১৫ সেকেন্ডে গাড়ি থেকে বোটে রূপান্তরিত হবে এই উভচর যান। আর এ উভচর গাড়ির নাম দেয়া হয়েছে ‘প্যান্থার’।

তো ‘প্যান্থার’ নামের এ উভযান যখন পানিতে ভেসে থাকে তখন ঘণ্টায় ৪৫ মাইল বেগে ছুটে যেতে পারে। অর্থাৎ এর গতিবেগ গড় গতির যেকোন স্পীড-বোটের সমান। এতে ব্যবহার করা হয়েছে ৩.৭ লিটার জ্বালানি ধারণ ক্ষমতার V6 ইঞ্জিন। কাঠামো তৈরি করা হয়েছে ফাইবার গ্লাস দিয়ে, সাথে ব্যবহার করা হয়েছে হালকা ওজনের chromoly steel chassis। গাড়িটির ওজন ২৯৫০ পাউন্ড, দৈর্ঘ্য ১৮০ ইঞ্চি, প্রস্থ ৭২ ইঞ্চি,পানিতে গতি ৪৫ মাইল/ঘন্টা, মাটিতে গতি ৮০ মাইল/ঘন্টা, যাত্রী ধারণক্ষমতা ৪ জন, মেরিন প্রপালশন ‘প্যান্থার জেট’ আর জ্বালানী হচ্ছে 91অক্টেন পাম্প গ্যাস।
একটি মন্তব্য পোস্ট করুন