টাকার উপর পড়ে ডাকাতের প্রাণরক্ষা
ধরা পড়ার ভয়ে প্রায় এক কোটি টাকা ভর্তি ব্যাগ নিয়ে পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে সেটির উপর পড়েই প্রাণে বেঁচেছে এক ডাকাত।

তবে তাকে দেখে একই ভাবে পাঁচতলার উপর থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হয়েছে তার এক সঙ্গী।
সোমবার সকালে কলকাতার বড়বাজারের গজানন পারাখের গদিতে এই ঘটনাটি ঘটে। ওই গদির তিন কর্মীই ডাকাতদের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে এক কর্মী এখনও পলাতক। গোয়েন্দারা মনে করছেন, অন্য একটি ব্যাগভর্তি টাকা নিয়ে পালিয়েছে সেই পলাতক কর্মী।
এরইমধ্যে এ ঘটনায় জড়িত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে টাকার ব্যাগ নিয়ে পাঁচ তলা থেকে লাফ দেয়া গুরুতর আহত দুই ডাকাতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি জন পাইপ বেয়ে পালাতে গিয়ে ধরা পড়ে গেছেন সোজা শ্রী ঘরে।
একটি মন্তব্য পোস্ট করুন