GuidePedia

0
চীনে টাকার প্রাচীর

পাথর ও মাটি দিয়ে তৈরি বিখ্যাত চীনের মহাপ্রাচীর দেখেছেন বা এর কথা শুনেছেন অনেকেই। কিন্তু সিচুয়ান প্রদেশের জিয়ানসি গ্রামের কৃষকরা এবার যে দেয়াল তৈরি করেছেন তার প্রতিটি ইট তৈরি হয়েছে টাকার ভান্ডিলে। এভাবে মোট ১৩ মিলিয়ন ইয়েনের ব্যাংকনোট (২ দশমিক ১ মিলিয়ন ডলার) দিয়ে তারা তৈরি করেছে টাকার প্রাচীর।

চীনে টাকার প্রাচীর
গ্রামীন একটি সমিতি থেকে বিপুল পরিমাণ বার্ষিক লভ্যাংশ পাওয়ার খুশিতে তারা এই প্রাচীর বানিয়ে দেখায়।

জানা যায়, জিয়ানসি গ্রামের কৃষকরা তাদের প্রত্যেকের টাকার ভান্ডিল ঝুড়িতে ভর্তি করে প্রথমে সেনা কর্মকর্তাদের কাছে জমা দেন। এরপর সেগুলো ইটের মতো থরে থরে সাঁজিয়ে সাত ফুট উঁচু দেয়াল তৈরি করা হয়। এসময় দেয়ালের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে চীনা নর্ববর্ষ উপলক্ষে তাদের এই লভ্যাংশের টাকা সকলের মাঝে আবার বন্টন করা হয়।

টাকার প্রাচীরটি এতটাই পুরো ও নিখুঁত ছিল যে এটি বানাতে গ্রামবাসীর সময় লেগেছে দুদিন।

নতুন বছরে লভ্যাংশ হিসেবে ২ লাখ ইয়েন পাওয়া কৃষক ইয়াং হুয়াই বলেন, ২০১০ সাল থেকে এই লভ্যাংশ দেয়াটা গ্রামের প্রথা হয়ে গেছে।

জিয়ানসি গ্রামের কৃষকরা তাদের খামারভিত্তিক এই সমিতি পরিচালনা করে আসছে। সেইসঙ্গে তারা এই সমিতি থেকে ছোট পরিসরে জলবিদ্যুৎ প্রকল্পেও অর্থায়ন করছে। সমিতিটির মোট ৪৩৮ জন শেয়ারহোল্ডার রয়েছে। তবে এটি পরিচালনার সঙ্গে যেসব গ্রামবাসী সরাসরি যুক্ত নয় তারাও লভ্যাংশ পান।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top