GuidePedia

0
স্থলভাগে চলাচলকারী গাড়ির গতিতে এবার যোগ হচ্ছে নতুন মাত্রা। গতির রেকর্ড ভাঙতে তৈরি হচ্ছে ঘণ্টায় হাজার মাইলেরও বেশি গতিতে ছুটতে সক্ষম সুপারসনিক গাড়ি ব্লাডহাউন্ড। আর একদল ব্রিটিশ প্রকৌশলী ব্লাডহাউন্ড তৈরিতে শুরু থেকে ছিলেন। তাদের সঙ্গে এবার যোগ দিয়েছে নরওয়ের প্রতিষ্ঠান ন্যামো।

ব্লাডহাউন্ডের ঘণ্টায় হাজার মাইলেরও বেশি দূরত্ব পাড়ি দেয়ার গতি অর্জনের মূল চাবিকাঠি হবে ন্যামোর তৈরি রকেট ইঞ্জিন। মার্কিন বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থলভাগে সর্বোচ্চ গতির বর্তমান রেকর্ড (ঘণ্টায় ৭৬৩ মাইল) ভাঙতে ব্লাডহাউন্ডে থাকবে রকেট এবং জেটইঞ্জিন।

ব্লাডহাউন্ডকে ঘণ্টায় ৩৫০ মাইল গতিতে পৌঁছে দেবে এর রোলস-রয়েস ইউরোফাইটার টাইফুন ইঞ্জিন। তারপর গাড়িটিকে শব্দের থেকেও দ্রুতগতি এনে দেবে ন্যামোর তৈরি রকেট। উল্লেখ্য, দ্রুতগতির এ গাড়িটি তৈরির কাজ শেষ হবে ২০১৫ সালে।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top