GuidePedia

0
প্রাচীনতম নীল চোখের মানুষ!

সম্প্রতি গবেষকেরা স্পেনে মধ্য প্রস্তর যুগের এক আদিম মানুষের দেহাবশেষ খুঁজে পেয়েছেন যার চোখ ছিল নীল রঙের। সাত হাজার বছরের পুরোনো মেসোলিথিক যুগের এই আদিম মানুষটিই এখন পর্যন্ত খোঁজ পাওয়া সবচেয়ে পুরোনো যুগের নীল চোখ বিশিষ্ট মানুষ বলেই গবেষকেরা দাবি করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান অনলাইন।
স্পেনের ন্যাশনাল রিসার্চ কাউন্সিল ও ডেনমার্কের সেন্টার ফর জিওজেনেটিকসের গবেষকেরা দাবি করেছেন, ‘লা বার্না ১’ নামের এই মানুষটির চোখ ছিল নীল আর চুলের রং ছিল কালো বা বাদামি এবং গায়ের রং ছিল কালো।
স্পেনের ক্যান্টাব্রিয়ান পর্বতমালার লা বার্না-আরিনতেরো নামের একটি গুহা থেকে দেহাবশেষ উদ্ধারের পর এর জিন নিয়ে গবেষণা করেন গবেষকেরা। তাঁদের দাবি, ‘লা বার্না ১’এর মতো মানুষ সুইডেন এবং ফিনল্যান্ড অঞ্চলে বংশ বিস্তার করেছিল। ‘নেচার’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত গবেষণা নিবন্ধ।
গবেষকেরা বলেন, ১০ হাজার থেকে পাঁচ হাজার বছর আগে শেষ হয়েছে মেসোলিথিক যুগ। পাথরের ব্যবহার থেকে কৃষি ও পশুপালনে নির্ভরশীল হওয়ার পর শেষ হয় এই যুগ।
গবেষকেরা দাবি করেছেন, লা বার্নার জিনের মধ্যে তাঁরা আফ্রিকান ও ইউরোপিয়ান জিনের সংমিশ্রণ দেখতে পেয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top