৪০ দিন পর কবর থেকে তুলে নতুন কাপড় পরানো হলো
(বিস্ময়কর সব তথ্য)

দাফনের ৪০ দিন পর মরদেহ কবর থেকে তুলে পরনের কাপড় পাল্টে নতুন কাপড় পরানো হলো। তাও আবার নিহত ব্যক্তির নির্দেশে! নিহতের সন্তানরা 'স্বপ্নে নির্দেশ' পেয়ে পিতাকে নতুন কাপড় পরিয়ে দেন।

কাল বিকাল ৩টার দিকে ঢাকার নবাবগঞ্জের শিকারীপাড়া ইউনিয়নের বক্তারনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 'নতুন কাপড়' পরানো দেখতে ভিড় করে শত শত উৎসুক মানুষ।
গত বছরের ১৭ ডিসেম্বর মারা যান বক্তারনগর গ্রামের বাসিন্দা আজিজ মান্তান (৮০)পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, আজিজ মাস্তান প্রায়ই স্বপ্নে সন্তানদের দেখা দিয়ে নানা নির্দেশনা দেন। পিতার নির্দেশে সন্তানরা দাফনের ৪০ দিন পর লাশ করব থেকে উত্তোলন করে।
এ ব্যাপারে নিহতের বড় ছেলে মোঃ বাবুল হোসেন জানান, তার মরহুম পিতা গত কয়েকদিন পরিবারের সদস্যদেরকে স্বপ্নে দেখা দেন। তার কফিনবক্স ও সাধনার কাপড় পুরাতন হয়ে যাওয়ায় তিনি ভাল নাই, তাই এগুলো পাল্টানোর জন্য নির্দেশ দেন।
বাবুল আরো জানান, বাবার কথা মত আজ বেলা ৩ টায় গ্রামের কবরস্থান থেকে কফিনসহ পিতার লাশ উত্তোলন করে নতুন কফিন ও কাপড় দিয়ে দাফন করা হয়েছে।
বিস্ময়কর সব তথ্য সবার আগে জানতে আমাদের পেজে লাইক দিতে এখানে click করুন
একটি মন্তব্য পোস্ট করুন