GuidePedia

0
পৃথিবীর অর্ধেক সম্পত্তি ৮৫ ব্যক্তির হাতে
বিশ্বের অর্ধেক সম্পদ ৮৫ জন ধনী ব্যক্তির কাছে আছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা অক্সফাম। এর ফলে উন্নত এবং উন্নয়নশীল সব দেশেই ধনী দরিদ্রের বৈষম্য বাড়ছে। অক্সফাম তার প্রতিবেদনে দাবি করেছে, এসব সম্পদশালী ব্যক্তিরা রাজনৈতিকভাবে ক্ষমতার অধিকারী। তারা সম্পদ বাড়াতে এই ক্ষমতাকে ব্যবহার করেন
পৃথিবীর অর্ধেক সম্পত্তি ৮৫ ব্যক্তির হাতে
। বিশ্বের অর্ধেক জনসংখ্যার যে সম্পদ আছে তার সমপরিমাণ সম্পদ এই ৮৫ ব্যক্তির কাছে আছে। প্রতিবেদনে দাবি করা হয়, ১৯৭০ সালের পর থেকে ধনীদের কর প্রদানের হারও কমে গেছে। ফলে তারা বেশি আয় করলেও আগের মতো কর দিচ্ছেন না। গত ২৫ বছরে সম্পদ স্বল্পসংখ্যক লোকের হস্তগত হয়েছে যা বিশ্বের পরিবারের এক শতাংশ। তারা প্রায় ৪৬ শতাংশ সম্পদের মালিকে পরিণত হয়েছেন। আসন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বিষয়টিকে গুরুত্ব সহকারে নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির নির্বাহী পরিচালক উইনি বিয়ানিইয়ামা বলেছেন, সামান্য কিছু ধনী ব্যক্তির জন্য বিশ্বের অর্ধেক জনগোষ্ঠীর সম্পদ খুবই সামান্য। এসব ধনিক শ্রেণীকে হয়তো একটি ট্রেনে বহন করা যাবে। -টাইমস অব ইন্ডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top