আসছে কুকুরের ভাষা বোঝার যন্ত্র
এবার কুকুরের ঘেউ ঘেউ ডাককে আর অবোধ্য মনে হবে না। কারণ স্ক্যান্ডেনেভিয়ান বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যা কুকুরের ওই ঘেউ ঘেউকে ইংরেজিতে ভাষান্তর করে প্রাণীটির মনোভাব বুঝতে সাহায্য করবে।
সম্প্রতি সুইডেন ও ফিনল্যান্ডের বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা চালিয়ে এই অভিনব যন্ত্র আবিষ্কার করেছেন। আর এর মধ্য দিয়েই এই প্রথম নিজেদের ছাড়া অন্য কোনো প্রাণীর ভাষা বুঝতে সক্ষম হবে মানুষ।
আবিষ্কারক সংস্থা দ্য নর্ডিক সোসাইটি ফর ইনভেনসন অ্যান্ড ডিসকভারি জানিয়েছে, নতুন আবিষ্কৃত যন্ত্রটি আদরের পোশা কুকুরটির মনোভাব বুঝে তার ডাককে মানুষের ভাষায় রূপান্তর করে দেবে। আর মানুষ এটি পড়তে পারবে ইংরেজিতে। যন্ত্রটি কেবল একটি হেডসেটের মতো দেখতে। যন্ত্রটি কলারের মতো গলায় পড়িয়ে কুকুরের মাথার সঙ্গে লাগানো একটি ডিভাইস এই ভাষান্তরের কাজ করবে।
এর মধ্যে রয়েছে কুকুরের মনোভাবের বিশেষ কিছু সিগনাল। যা জানাবে ইংরেজি বিশেষ কিছু বাক্যে। যেমন, I'm tired', 'I'm excited' ও "who are you?
চলতি বছরের এপ্রিল নাগাদ এই যন্ত্র বাজারে আসার কথা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন