নানীর গর্ভে নাতনি

ই এই অবস্থা। আর এজন্যই মা কে তার সন্তান জন্ম দেওয়ার জন্য দু:সহ যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মেয়ের ডিম্বানু ও মেয়ে জামাইয়ের শুক্রানুর মিলনে সৃষ্ট ভ্রুণ জুলিয়ার গর্ভে প্রতিস্থাপন করা হয়। অথচ প্রায় ১২ বছর আগে জুলিয়ার মেনোপজ ঘটে। তিন মাস হরমোন চিকিত্সার মাধ্যমে তাকে সন্তান ধারণে সক্ষম করে তোলা হয়। তিনি জানান, পরিবারের সদস্য হিসেবে আমাদের একে অন্যকে সাহায্য করা উচিত। তবে ডিম্বানু প্রতিস্থাপনের ক্ষেত্রে ডাক্তাররা পুরোপুরি সফল হবে বলে আশা করছিলেন না। কিন্তু অবশেষে সফলই হলেন। সন্তানের পিতা মিকাহ ম্যাকিনন বলেন, আমার ধারণার চেয়েও কাজটি সুন্দরভাবে শেষ হয়েছে - এএফপি
একটি মন্তব্য পোস্ট করুন