GuidePedia

0
অ্যাডাল্ট ছবি ‘মিস লাভলি’ নিয়ে তোলপাড়
বলিউডের ইতিহাসে সবচেয়ে অ্যাডাল্ট ছবির তকমা পাওয়া ‘মিস লাভলি’ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শুরু থেকেই মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ছবিটি। ছবিটি মুক্তি পেয়েছে চলতি বছরের ১৭ জানুয়ারি।
অ্যাডাল্ট ছবি ‘মিস লাভলি’ নিয়ে তোলপাড়

অনেক বেশি পর্ন উপাদান থাকায় বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে উত্তেজক ছবি বলা হচ্ছে ছবিটিকে। ১৭৬টি আপত্তিকর দৃশ্য আছে এমন অভিযোগ জমা পড়লেও শেষ পর্যন্ত মাত্র চারটি দৃশ্য ছেঁটেই ‘অ্যাডাল্ট’ সার্টিফিকেট দিয়ে ছবিটিকে ছাড়পত্র দেয় ভারতীয় সেন্সরবোর্ড।

গত বছর কান চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রশংসিত হয় হরর ঘরাণার এই ছবি। অসিম আহলুওয়ালিয়ার পরিচালিত এই ছবির মাধ্যমে অভিষেক হয়েছে সাবেক মিস ইন্ডিয়া নিহারিকা সিংয়ের। ছবির প্রধান দুটি চরিত্রে আরো অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দীকী, অনিল জর্জ।

গত বছর অনুষ্ঠিত কলকাতা চলচ্চিত্র উৎসব ও মুম্বাই চলচ্চিত্র উৎসবে যথাক্রমে সেরা ছবি ও সেরা ফিচার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে। মাত্র সাড়ে চার কোটি রুপি ব্যয়ে ছবিটি নির্মাণ করা হয়। এরইমধ্যে আন্তর্জাতিক মার্কেট থেকে এর বেশি আয় করে ফেলেছে। পরিচালক জানান, ভারত থেকে যা আয় হবে, সেটা হবে বোনাস।


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top